shono
Advertisement
Virat Kohli Anushka Sharma

বৃন্দাবনের পর অনুষ্কার অযোধ্যার বাড়িতে বিরাট! ভাইরাল অকায়-ভামিকার মিষ্টি মুহূর্ত

ভাইরাল কিং কোহলির আদ্যোপান্ত পরিবারিক মুহূর্ত।
Published By: Sandipta BhanjaPosted: 11:57 AM May 15, 2025Updated: 02:58 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরদিনই ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে। মঙ্গলবার প্রেমানন্দ মহারাজের আশ্রম থেকে ভাইরাল হয় তারকাদম্পতির ছবি-ভিডিও। সেখানে আদ্যোপান্ত ধর্মীয় অবতারে ধরা দেন বিরাট-অনুষ্কা। প্রেমানন্দ মহারাজের সঙ্গে বিরুষ্কার আধ্যাত্মিকচর্চার ভিডিও নিয়ে যখন সরগরম নেটপাড়া, তখন তার মাঝেই ভাইরাল আরেকটি নতুন ভিডিও। যেখানে অনুষ্কা শর্মার অযোধ্যার বাড়িতে সপরিবারে দেখা গেল কিং কোহলিকে।

Advertisement

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেল, অনুষ্কা সদ্য তাঁর মামাবাড়িতে পৌঁছেছেন। কোলে খুদে অকায়। দিদি ভামিকার ততোধিক উচ্ছ্বসিত। চার বছরের বিরাটকন্যার উচ্চতা যেন আরেকটু বেড়েছে। আর পাশেই জামাই বিরাট শশব্যস্ত। এদিকে নাতি-নাতনিকে দেখে বেজায় খুশি অনুষ্কার মা। দোরগোড়ায় দাঁড়িয়ে সকলকে স্বাগত জানাচ্ছেন। তবে বিরুষ্কার অনুরোধ অনুযায়ী দুই সন্তানের মুখ এই ভিডিওতেও ঢেকে দেওয়া হয়েছে। আর কোহলি পরিবারের এই মিষ্টি ভিডিওই বর্তমানে নেটপাড়ার চর্চায়। বিরাট-অনুষ্কা সাধারণত তাঁদের ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখতেই পছন্দ করেন। তবে তাতেও কী আর অনুরাগীদের কৌতূহল থামে? দেশে হোক বা বিদেশে, সবসময়েই পাপারাজ্জিদের লেন্সের তাক তাঁদের দিকে। যদিও ভাইরাল হওয়াল ভিডিও ক্লিপ কবেকার? সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে, তবে বিরাট-অনুষ্কার আদ্যোপান্ত পারিবারিক মুহূর্তের ঝলক ফাঁস হল, সেটা দেখে বেজায় উচ্ছ্বসিত অনুরাগীরা। 

দীর্ঘ চোদ্দ বছরের টেস্ট ক্রিকেটের কেরিয়ারকে সোমবারই ‘আলবিদা’ জানিয়েছেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই কিং কোহলির অবসরের ঘোষণায় অশ্রুসজল আসমুদ্রহিমাচলের ক্রিকেট ভক্তরা। বিরাটের ‘বিরাট ঘোষণা’য় যখন সবে ‘ধাক্কা’ সামলে উঠতে শুরু করেছেন অনুরাগীরা, তখন বিরুষ্কা ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে। মঙ্গলবার সাত সকালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, গাড়িতে শুভ্রবসনে বসে রয়েছেন দম্পতি। ঠিক যে রঙের জার্সিতে বিরাটকে আর মাঠে দেখা যাবে না, বলে সোমবার থেকে লাগাতার আক্ষেপ প্রকাশ করেছিলেন ভক্তরা, ঠিক সেই সাদা রঙের শার্টেই ধরা দিয়েছেন কিং কোহলি। বৃন্দাবনে ছুটে গিয়ে কি মানসিক শান্তি পেলেন বিরাট? আশ্রমে পৌঁছতেই প্রেমানন্দ মহারাজ তাঁকে জিজ্ঞাসা করেন, "তুমি প্রসন্ন হয়েছ তো?" উত্তরে বিরাট বলেন, আপাতত তিনি ভালো আছেন। তারপরেই দীর্ঘ বার্তা দেন মহারাজ। বিরাটকে তিনি বলেন, "তোমার এই বৈভব, সেটা কিন্তু কৃপা নয়, পুণ্যের ফল। ঈশ্বরের কৃপা হল অন্তরের চিন্তায় বদল। এখন যেমন আছ, তেমনি থাকো। সংসারের মধ্যে থাকো। আত্মার মধ্যে যেন অর্থ-যশের ভাবনা না থাকে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরদিনই ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে।
  • এবার অনুষ্কা শর্মার অযোধ্যার বাড়িতে সপরিবারে দেখা গেল কিং কোহলিকে।
  • বিরাট-অনুষ্কার আদ্যোপান্ত পারিবারিক মুহূর্তের ঝলক ফাঁস।
Advertisement