সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরে জলের ঘাটতি। যা 'ডিহাইড্রেশন' বলেই বহুল পরিচিত। সে কারণেই অসুস্থ এআর রহমান। তবে কি উপবাসেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি? জানা গিয়েছে, শনিবার রাতেই লন্ডন থেকে চেন্নাই ফেরেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক। বিদেশ থেকে ফেরার পরই অসুস্থতা অনুভব করেন। তড়িঘড়ি চেন্নাইয়ের এক বিখ্যাত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কয়েকঘণ্টা চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
এআর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রাম পোস্টে পরিজন, অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, "যদিও আমরা রুটিন কয়েকটি পরীক্ষা নিরীক্ষা তাঁকে হাসপাতালে নিয়ে যেতাম। তবে আমার বাবা ডিহাইড্রেশনের জন্য কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু আমি খুশি যে উনি এখন সুস্থ রয়েছেন। যাঁরা এই বিপদের দিনে পাশে ছিলেন, যাঁরা বাবার আরোগ্য কামনা করেছেন, তাঁদের পাশে আছি। সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই।" রহমানকন্যাও একই বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন।
এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন অস্কারজয়ী সঙ্গীতশিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, "এআর রহমানের অসুস্থতার খবর পাওয়ামাত্রই আমি ওই হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করি। রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিই। চিকিৎসকরা জানান, উনি ভালো আছে। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন।" বলে রাখা ভালো, বর্তমানে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী কয়েকদিন চিকিৎসকদের পরামর্শমতো চলতে হবে রহমানকে।
