shono
Advertisement
Aryan Khan

নৈশ উল্লাসের পর টলমল আরিয়ান! ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে শাহরুখপুত্র

অভিযোগ, নেশায় চুর হয়ে বেসামাল তারকা সন্তান।
Published By: Suparna MajumderPosted: 12:36 PM Jan 01, 2025Updated: 05:04 PM Jan 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের মাদক কাণ্ডের স্মৃতি অতীত। পার্টির রোজনামচায় অনেক আগেই প্রত্যাবর্তন হয়েছে আরিয়ান খানের। বর্ষবরণের রাতেও ছিল নৈশ উল্লাসের আয়োজন। হইহুল্লোড়ের আসর থেকে বেরোতে গিয়েই ক্যামেরাবন্দি শাহরুখপুত্র। অভিযোগ, নেশায় চুর হয়ে টলমল পায়ে বেসামাল তারকা সন্তান।

Advertisement

২০২১ সালের অক্টোবর মাসে মাদকচক্রে আরিয়ানের নাম জড়িয়েছিল। বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ থেকে আরিয়ান এবং তাঁর সঙ্গীদের আটক করা হয়েছিল। পরে গ্রেপ্তার করা হয় শাহরুখপুত্রকে। প্রায় ২৬ দিন হাজতে থাকতে হয়েছে আরিয়ানকে। ছেলের এই অবস্থায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ। সমস্ত শুটিং বাতিল করে ছেলেকে জামিনের জন্য মরিয়া হয়ে যান। শেষে বম্বে হাই কোর্ট শাহরুখের জামিন মঞ্জুর করে। পরে আরিয়ানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।

এই ঘটনার পর নাকি সন্তানদের নিরাপত্তা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। কিন্তু আরিয়ান ধীরে ধীরে নিজের পুরনো জীবনযাত্রায় ফিরে যেতে থাকেন। আবারও রাতপার্টিতে তাঁর দেখা মেলে। বর্ষবরণের রাতেও বন্ধুদের সঙ্গেই পার্টি করতে যান শাহরুখপুত্র।

অভিযোগ, পার্টি থেকে বেরোনোর পর তাঁর অবস্থা বেশ বেসামাল ছিল। ভিডিও দেখেই নেটপাড়ায় কটাক্ষ, 'ছোট্ট এসআরকে মদ্যপ', 'এ শুধরোবে না', 'ওরা তো হাঁটতেও পারছে না।' বাড়ির সংস্কার নিয়েও তোলা হয় প্রশ্ন।

অবশ্য, ভিডিও ঘিরে কটাক্ষের আবহে অনেকে শাহরুখপুত্রর পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের যুক্তি, নতুন বছরে অনেকেই তো পার্টি করেন। জীবনের নামে গ্লাসে সুখচুমুকও দেন। আরিয়ান শাহরুখপুত্র বলেই তাঁকে বারবার টার্গেট হতে হয়। উল্লেখ্য, পরিচালক হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করছেন আরিয়ান। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ওয়েব সিরিজ। যা প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির সঙ্গে আরিয়ানের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। বর্ষবরণের পার্টিতে নাকি লারিসাও আরিয়ানের সঙ্গী ছিলেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গেই পার্টি করতে যান শাহরুখ পুত্র।
  • অভিযোগ, পার্টি থেকে বেরোনোর পর তাঁর অবস্থা বেশ বেসামাল ছিল।
Advertisement