shono
Advertisement
West Bengal

মাঝ পৌষে ফের ছন্দপতন, পশ্চিমী ঝঞ্ঝায় সপ্তাহান্তে রাজ্যে বাড়বে তাপমাত্রা

সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।
Published By: Subhankar PatraPosted: 10:40 AM Jan 04, 2025Updated: 11:55 AM Jan 04, 2025

নিরুফা খাতুন: নতুন বছরের শুরুতে দাপিয়ে ব্যাটিং করছে শীত। তবে শীতপ্রেমীদের প্রশ্ন ছিল এই ইনিংস কি লম্বা চলবে? নাকি মাঝপথে থামবে ঝোড়ো ইনিংস? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম, মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুয়াশার চাদরে মুড়ে থাকবে প্রায় গোটা উত্তরবঙ্গ।

Advertisement

ভূমধ্যসাগর থেকে ধেয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া বাধাহীন ভাবে বঙ্গে ঢুকছিল। তবে হাওয়া অফিস জানিয়েছে ফের আছড়ে পড়তে চলেছে এই ঝঞ্ঝা। যার জেরে ফের আটকে যাবে উত্তুরে হাওয়া। বাড়বে পূবালী হাওয়ার দাপট। সঙ্গে বঙ্গোপসাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প। ফলে চড়বে পারদ। শনিবার সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। আগামিকাল রবিবার কুয়াশা আরও বাড়বে বলে পূর্বাভাস। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় স্বাভাবিকের উপর রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে শীতের আমেজ জমিয়ে উপভোগ করতে পারবেন শহরবাসী। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।

অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। দার্জিলিংয়ে মঙ্গলবার ৭ জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা। কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। সিকিমে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে। মূলত হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ভিনরাজ্যের জম্মু-কাশ্মীর, লাদাখে প্রবল বৃষ্টি সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ঘন কুয়াশা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ত্রিপুরায়। শৈত্য প্রবাহ কর্নাটক এবং তেলেঙ্গানায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের শুরুতে দাপিয়ে ব্যাটিং করছে শীত। তবে শীতপ্রেমীদের প্রশ্ন ছিল এই ইনিংস কি লম্বা চলবে? নাকি মাঝপথে থামবে ঝোড়ো ইনিংস?
  • আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে।
  • সোম, মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
Advertisement