সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন ভালো নেই বাবিল খানের। প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে কাঁদতে কাঁদতে বলিউডের প্রতি ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে। সেই সঙ্গেই আলাদা করে অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুরদের মতো স্টারকিডদের নাম করেও সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দেন তিনি। স্বাভাবিক ভাবেই নেটদুনিয়ার অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে।
ভিডিওয় বাবিলকে বলতে শোনা গিয়েছে, ''আমি চাই আপনারা অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, আদর্শ গৌরব, অরিজিৎ সিং এবং আরও অনেকের কথা জানুন। বলিউড পুরো মদ্যপ। বলিউড একেবারে জালিস্য জাল একটা ইন্ডাস্ট্রি। আবার কেউ কেউ দেখি বলিউডকে উন্নত করতে চায় (হাসি)... আমি আপনাদের অনেক কিছু দেখাতে চাই... অনেক কিছু...'' ভিডিওটি রেডিটে পোস্ট করেছিলেন বাবিল। পরে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও উড়িয়ে দেন। জল্পনা শুরু হয়েছে কী হয়েছে ইরফানপুত্রের? কেন তরুণ অভিনেতা এতটা ক্ষুব্ধ?
এদিকে বাবিলের ভিডিও ভাইরাল হওয়ার পর অনন্যা পাণ্ডেও একটি পোস্ট করেছেন। সেই পোস্ট ইঙ্গিতপূর্ণ। নায়িকা লিখেছেন ''চূড়ান্ত স্পর্শ! আর সামান্য এটা ওটা।'' অনন্যার পোস্টের সঙ্গে বাবিলের ভিডিওর কোনও যোগ আছে কিনা তা নিয়েও জল্পনা চলছে।
‘কালা’ সিরিজ দিয়েই অভিনয়জগতে পা রেখেছেন বাবিল খান। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ইরফানপুত্রকে। কাজ নির্বাচনের ক্ষেত্রেও বেশ খুঁতখুঁতে বাবিল! নিজের অভিনয়গুনেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এহেন প্রতিভাবান অভিনেতার এমন ভিডিও ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।
