সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে নাকি খুনের চেষ্টা করেছিলেন অপু। এই মামলায় রবিবার ঢাকা হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করার পর জামিন পেয়েছেন অপু।
বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পর জামিন পান তিনি। যদিও এর আগে ২ জুন, ছয় সপ্তাহের জন্য জামিন পেয়েছিলেন অপু। সেই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন অভিনেত্রী। উল্লেখ্য, গত মার্চ মাসে ঢাকার আদালতে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। তিনি ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন গত ১৯ জুলাই। আদালতের নির্দেশে এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
অভিনেত্রীর আইনজীবির তরফে জানানো হয়েছে, রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। উচ্চ আদালতের নিরদেশেই এদিন সশরীরে হাজির থেকে জামিননামা দাখিল করেন অভিনেত্রী। যা এদিন উভয়পক্ষের শুনানির পর মঞ্জুর হয়েছে আদালতে। যদিও একা অপু বিশ্বাস নন। এর আগে এই এই অভিযোগ উঠেছে আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ আরও সতেরো জনের বিরুদ্ধে। এর আগে তাঁদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছিল। যদিও এবারের ঘটনায় অপু বিশ্বাসের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
