shono
Advertisement

Breaking News

Ankush Hazra

নায়ক থেকে ব্যবসায়ী! নতুন ছবি আসার আগে অন্য পেশায় অঙ্কুশ, ব্যাপারটা কী?

আগামী ৯ জানুয়ারি মুক্তি পাবে অঙ্কুশের নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল'।
Published By: Arani BhattacharyaPosted: 09:04 PM Dec 28, 2025Updated: 09:04 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে অঙ্কুশ হাজরার নতুন ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। সেই ছবির প্রচার নিয়ে ইতিমধ্যেই ব্যস্ততা তুঙ্গে। সোমবার ট্রেলার মুক্তি। তবে এই চূড়ান্ত ব্যস্ততার মাঝেই অভিনেতা এমন এক পোস্ট করলেন যা দেখে অবাক নেটিজেনরা। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে অঙ্কুশ যে ছবিগুলি পোস্ট করেছেন তার কোনওটায় লেখা 'অঙ্কুশ হোটেল', আবার কোনওটায় লেখা, 'অঙ্কুশ ঘি'। তা দেখে প্রথমে নেটজেনরা খানিক অবাক হলেও পরে বুঝতে বাকি থাকল না যে, রাস্তায় যেতে যেতে নিজের নামের সঙ্গে এমন কিছু দেখে অভিনেতা নিজেই বেশ অবাক হয়েছেন।

Advertisement

তাঁর ওই পোস্টের সঙ্গে যে ইমোজি জুড়েছেন তা দেখেই বোঝা যাচ্ছে যে, তিনি নিজেই হতবাক হয়েছেন এবং মজাও পেয়েছে এগুলি দেখে। নিজের মুঠোফোনে সেই সব ছবি তুলে ধরেছেন। একথা কারও অজানা নয় যে, হাসিমজায় মেতেই দর্শকের সামনে বরাবর আসতে ভালোবাসেন অঙ্কুশ। অভিনেতার এহেন মজার পোস্ট দেখে তাঁর অনুরাগীরাও নেট্মাধ্যমে তাঁকে অনেকেই প্রশ্ন করেছেন মজা করে, 'দাদা এটা কি তোমার নতুন স্টার্টআপ?', কেউ আবার জিজ্ঞেস করেছে 'এতা কোথায় দাদা? বর্ধমানে?' সবমিলিয়ে বোঝা যাচ্ছে যে, অঙ্কুশের সঙ্গে সঙ্গে তাঁর অনুরাগীরাও বিষয়টা বেশ উপভোগ করেছেন।

 

উল্লেখ্য, আগামী ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে অঙ্কুশের নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল…’,। ছবি প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা। পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের উপর। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত রম-কম ঘরানার এই ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুতেই। দীপাবলিতে ছবির পোস্টার প্রকাশ্যে আনেন অঙ্কুশ। সেখানেই দেখা গিয়েছিল, রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে মজার ট্যুইস্ট রেখেছেন অভিনেতা-প্রযোজক। ছবির নামেই গল্পের ইঙ্গিত। গল্পে নারীচরিত্রকে ‘ভয়ংকরী’ হিসেবে দেখানো হয়েছে, তবে সবটাই মজাচ্ছলে। ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে অঙ্কুশ যে ছবিগুলি পোস্ট করেছেন তার কোনওটায় লেখা 'অঙ্কুশ হোটেল', আবার কোনওটায় লেখা, 'অঙ্কুশ ঘি'।
  • তা দেখে প্রথমে নেটজেনরা খানিক অবাক হলেও পরে বুঝতে বাকি থাকল না যে, রাস্তায় যেতে যেতে নিজের নামের সঙ্গে এমন কিছু দেখে অভিনেতা নিজেই বেশ অবাক হয়েছেন।
  • তাঁর ওই পোস্টের সঙ্গে যে ইমোজি জুড়েছেন তা দেখেই বোঝা যাচ্ছে যে, তিনি নিজেই হতবাক হয়েছেন এবং মজাও পেয়েছে এগুলি দেখে।
Advertisement