শম্পালী মৌলিক: লস অ্যাঞ্জেলসস্থিত বাঙালি অভিনেত্রী তথা চিত্রপরিচালক কঙ্কনা চক্রবর্তীর মুকুটে জুড়ল নতুন পালক। তাঁর নতুন ছবি 'রি রাউটিং'-এর ট্রেলার মুক্তি পেল অমিতাভ বচ্চনের হাত ধরে। অভিনেত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন বিগ বি। বঙ্গকন্যার ঝুলিতে এ যে বড়সড় প্রাপ্তি সে কথা বলাইবাহুল্য।

কঙ্কনা এক টেলিফোনিক সাক্ষাৎকারে 'সংবাদ প্রতিদিন'কে জানিয়েছেন, "অমিতাভ বচ্চন নিজেই তাঁর সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবির ট্রেলার রিলিজ করেছেন। রি রাউটিং ৩৫ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। এর কাহিনি ও পরিচালনা আমার নিজস্ব। ছবিতে আমার সঙ্গে বরুণ চন্দ, প্রদীপ ভট্টাচার্যের মতো অভিনেতারা অভিনয় করেছেন। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে ছবির সাউন্ডের বাকি কাজ চলছে। আগামী ১২ এপ্রিল নন্দন প্রেক্ষাগৃহে ছবিটির প্রথম স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।"
উল্লেখ্য, বঙ্গকন্যা কঙ্কনার একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবি ইতিপূর্বে দেশ বিদেশের চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে। তাঁর এবারের ছবি 'রি রাউটিং' একটি সাইকোলজিক্যাল থ্রিলার। ২০২০ সালে অভিনেত্রী এই ছবির গল্পটি লেখেন। সেই সময় কলকাতাকে ছবির প্রেক্ষাপট হিসাবে চিত্রনাট্য লেখা হয়। কিন্তু পরবর্তীতে ছবির গল্পকে তিনি অসমের প্রেক্ষাপটে সাজান। দুই চূড়ান্ত আত্মকেন্দ্রিক ব্যক্তি অবিনাশ ও কুহুকে নিয়ে এই ছবির কাহিনি আবর্তিত। এক রাতের একটি ঘটনার জেরে এই দুই ব্যক্তির সাক্ষাৎ কোন দিকে মোড় নেয় তাই দেখা যাবে ছবিতে। পরিচালকের দাবি, "ছবিতে বরুণ চন্দকে এমন একটি চরিত্রে দেখা যাবে যে ভূমিকায় তাঁকে আগে কখনও দেখা যায়নি। একই সঙ্গে চরিত্রটি ভীষণরকম অস্থির প্রকৃতির। যার কর্মকাণ্ড কোনও ভাবেই আঁচ করা যায় না।" ছবির শুটিং হয়েছে গুয়াহাটিতে।