সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাপি নিউ ইয়ার! পঁচিশের পালা শুরু। তা বলে অতীতকে তো আর ভুলে যাওয়া যায় না! বাঙালির বড় সম্পদ নস্ট্যালজিয়া। তাইতো বছরের শুরুটা 'হারিয়ে যাওয়া বাঙালির গল্প' দিয়েই করলেন বিক্রম, দেবলীনা, তথাগতরা। পয়লা জানুয়ারিতেই শুরু 'রাস' ছবির শুটিং। প্রথম পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন পরিচালক তথাগত।
'বাড়ি ফেরা মানে তো কোনও ইট, সিমেন্ট লোহার কাঠামোতে ফেরা নয়, মানুষের কাছে ফেরা। আজ পয়লা জানুয়ারী সেই মানুষের কাছে ফেরার গল্প 'রাস'-এর শুটিং শুরু হোল। সেই উপলক্ষে রইল 'রাস- হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প'র প্রথম পোস্টার। নতুন বছর আপনাদের শুভ হোক।' ক্যাপশনে একথা লিখেই পোস্টারটি শেয়ার করেছেন তথাগত।
স্বর্ণাভ বেরার ডিজাইন করা পোস্টারে সাবেকিয়ানার ছোঁয়া। ল্যাপটপ কোলে থাকা বিক্রমের মাথায় ময়ূরের পালক। আর তার সঙ্গে খুনসুটিতে মেতেছেন অনসূয়া মজুমদার ও দেবলীনা কুমার। যেন আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন। ওদিকে আয়নায় অনির্বাণ চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শংকর দেবনাথ, অপ্রতিম চট্টোপাধ্যায়দের প্রতিচ্ছবি। পোস্টার শেয়ার করে বিক্রমের বার্তা, 'আমার ‘সোমনাথ’ হয়ে ওঠার যাত্রা শুরু।' নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেবলীনাও পোস্টারটি শেয়ার করেছেন।
প্রথম থেকেই পর্দায় অন্যরকম গল্প বলতে ভালোবাসেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। আর তাই তো 'ইউনিকর্ন' হোক কিংবা ‘ভটভটি’ বা 'পারিয়া'। সবেতেই পরিচালক তথাগত সিনেপর্দায় এক অন্যরকম জগৎ এনেছেন। এবার সামনে আসতে চলেছে বন্ধুত্ব, প্রেম এবং শিরদাঁড়ার গল্প। আর তার জন্য ৩২ জন টিম নিয়ে ফ্লোরে নামছেন পরিচালক। ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন পারিজাত চৌধুরী, দেবাশিস রায়, দেবপ্রসাদ হালদার, বিমল গিরি, সুচন্দ্রা বন্দোপাধ্যায়, সুরাইয়া পারভিন, স্বাতী মুখোপাধ্যায়, সঞ্জিতা, মৌসুমী অধিকারী, সুমিত দত্ত, ঋক দেব, পাপিয়া পাল, ঋষভ চক্রবর্তী, রিয়াঙ্কা রায়, পামেলা কাঞ্জিলাল, ঐশ্বর্য পাল, নিলয় সমীরণ নন্দী, সর্বদমন সোম, বিশ্বজিৎ রয়, জয়ন্ত ভট্টাচার্য, সত্রাবিত পাল।