shono
Advertisement
Anjana Rahman

প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান

আটের দশকের শেষ এবং নয়ের দশকে অঞ্জনা বাংলাদেশে দাপিয়ে অভিনয় করেছেন।
Published By: Akash MisraPosted: 09:22 AM Jan 04, 2025Updated: 09:22 AM Jan 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বাংলাদেশের জাতীয় পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার মধ্যরাতে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল ৫৮।

Advertisement

সূত্রের খবর, অঞ্জনা রহমান প্রায় তিন সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। প্রথমে জ্বর হয় তাঁর। কোনও ওষুধেই জ্বর কমছিল না। জানা যায়, রক্তে সংক্রমণ হয়েছে তাঁর। প্রথমে তাঁকে ভর্তি করানো হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই সিসিইউতে রাখা হয়েছিলে অভিনেত্রীকে। তার পর শারীরিক অবস্থার অবনতি ঘটনায়, গত বুধবার জানুয়ারি তাঁকে স্থানান্তরিত করা হয় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি।

আটের দশকের শেষ এবং নয়ের দশকে অঞ্জনা বাংলাদেশে দাপিয়ে অভিনয় করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে প্রায় তিনশোর বেশি ছবি। যার মধ্যে বেশিরভাগই সুপারহিট। শুধু তাই নয়, পরিণীতা ছবিতে অভিনয় করে বাংলাদেশের জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে শুধুই অভিনয় নয়।

অঞ্জনা রহমান একজন জনপ্রিয় নৃত্যশিল্পীও ছিলেন। ১৯৭৬ সালে তাঁকে প্রথমবারের জন্য বড় পর্দায় দেখা যায়। সেতু ছবি ছিল তাঁর প্রথম কাজ। বাংলাদেশি ছবি তো বটেই, কাজ করেছেন বহু বিদেশি ছবিতেও। এরপর তিনি 'দস্যু বনহুর', 'অশিক্ষিত', 'চোখের মণি', 'অভিযান', 'রাজার রাজা', 'নাগিনা'র মতো ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াত বাংলাদেশের জাতীয় পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান।
  • ১৯৭৬ সালে তাঁকে প্রথমবারের জন্য বড় পর্দায় দেখা যায়।
Advertisement