সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পর্দায় চলবে ভূতেদের দৌরাত্ব্য। ভরা শীতে গা ছমছমে ভূতের ছবি নিয়ে আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকাশন। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ভূতের ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' (Bhanupriya Bhooter Hotel) ছবিতে দেখা যাবে রংচঙে, পুরোদস্তুর একটি ‘পার্টি অ্যান্থেম’। ভাবা যায়? ভূতেরা নাকি রাতবিরেতে পার্টিতে নাচছে। তা আবার যে সে নাচ নয়। এক্কেবারে ট্যাঙ্গো নাচ। যার জন্ম কিনা বিদেশে। কীভাবে এই নাচ নতুন বাংলা ছবিতে প্রয়োগ করার কথা ভাবল উইন্ডোজ? কীভাবে তা তৈরি হল তার নেপথ্য গল্প সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানালেন চিত্রনাট্যকার জিনিয়া সেন।
ট্যাঙ্গো নৃত্যশৈলীতে পায়ের আলাদা কারসাজি থাকে। সেই কঠিন কাজকে, অসাধ্যকে সাধন করা নিয়ে জিনিয়া বলেন, "ল্যাটিনো ট্যাঙ্গো ফ্লেভার আমাদের ছবিতে রাখব সেই ভাবনাচিন্তা ছিলই। বাংলা গানে বিশেষ করে পার্টির গানে এই ধরনের আমেজ আমরা সাধারণত পাই না। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যেহেতু এই বিশেষ ঘরানার নাচ ও গানের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তাই ছবিতেও সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে চেয়েছিলেন। টিমকে তাই সেই মতোই তিনি বলেছিলেন, যেন কোনও ত্রুটি না থাকে। এই ধরণের নৃত্যশৈলীতে পায়ের একটা মারাত্মক ভূমিকা থাকে। আমাদের ছবির মুখ্যচরিত্রের অভিনেতা-অভিনেত্রীরা প্রত্যেকেই এর জন্যও প্রচুর পরিশ্রম করেছেন। কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে গিয়েছেন। তার জন্য তাঁরা প্রত্যেকেই একটা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন। আর এসবকিছু তারই ফল।" দর্শককে বরাবর চমক দিতে ভালোবাসে উইন্ডোজ। এবারের ছবিতেও যে তার অন্যথা হবে না এমন আশাই রাখছেন সকলে। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই গানের টিজার আর তারপর প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার মুক্তি পেল ভূতেদের 'পার্টি অ্যান্থেম' 'তুমি কে'? অনুপম রায় ও সৃজিতা মিত্রের কণ্ঠে এই গান একটা আলাদা আমেজ তৈরি করেছে।
হরর-কমেডি ঘরানার এই ছবিতে হাস্যরস ও ভয় দুই উপাদানই ভরপুর রয়েছে। ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে। উইন্ডোজ-এর সঙ্গে এই প্রথমবার নয়, এর আগেও গাঁটছড়া বেঁধেছেন পরিচালক। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই ‘বাবা বেবি ও’র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার চলতি বছরে শীতের শহরে ভূতুড়ে ছবি নিয়ে আসবেন তিনি।শুধু তাই নয়, এই গান শোনার পর অনুপম অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন। অনেকেই বলছেন, ‘অনুপম এভাবে তাঁর চেনা ঘরানার বাইরে বেরিয়ে গান বাঁধবেন তা একেবারেই ভাবিনি।’ পার্টিতে জমিয়ে ন দেখা যাচ্ছে মিমি চক্রবর্তী ও সোহম মজুমদারকে। অন্যদিকে দেখা যাচ্ছে, বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্তকে।
