সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর কেটে গিয়েছে এক সপ্তাহেরও বেশি সময়। এখনও দেশজুড়ে রয়ে গিয়েছে তীব্র শোকের আবহ। এই পরিস্থিতিতে কমেডিয়ান ভারতী সিং জানালেন, গত কয়েকদিন রাতে ভালো করে ঘুমোতে পারেননি তিনি। গোটা ঘটনায় তিনি প্রবল শোকাবিষ্ট বলেই জানাচ্ছেন ভারতী। এই মুহূর্তে ছুটি কাটাতে দুবাই এসেছেন তিনি। আর সেখান থেকেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
তাঁকে বলতে শোনা গিয়েছে, ''গত কয়েকদিন ধরেই আমার মন খারাপ। জানি না, কী করে নিজের এই অুনুভূতি ব্যক্ত করব! ইনস্টাগ্রামে পহেলগাঁওয়ের ঘটনার ভিডিওগুলো যত দেখছি তত মনটা খারাপ হয়ে যাচ্ছে। হৃদয় ভেঙে যাচ্ছে। এমনকী বিমানে বসেও কেঁদেছি। গত কয়েক রাত ভালো করে ঘুমোতে পারিনি ভিডিওগুলো দেখার পর। কত ছোট ছোট বাচ্চা! আমি দেখতে পারছি না এসব!''
দেশের মধ্যবিত্তদের পক্ষে ছুটিতে বিদেশ নয়, কাশ্মীরের মতো জায়গাতেই যাওয়া সম্ভব বলেও জানাচ্ছেন তিনি। তাঁর কথায়, ''যাদের হাতে কিছু টাকা আছে, তারা না হয় দুবাই, সিঙ্গাপুর, ব্যাঙ্কক যেতে পারে। যারা গরিব বা মধ্যবিত্ত তারা কাশ্মীর, শিমলা এসব জায়গায় যাবে। দেশের বাইরে কোথাও যাওয়া তাদের পক্ষে কার্যতই অসম্ভব। কিন্তু এখন এই সব জায়গা নিরাপদ নয়, তারা কোথায় যাবে? আমাদের ছোটবেলাতে বছরে একবার বৈষ্ণো দেবীতে যাওয়াটাই ছিল বিরাট ব্যাপার। এখনও অনেকেই রয়েছেন আমাদের মতো। কিন্তু এখন বড্ড ভয় করছে। প্লিজ, শান্তি বজায় রাখুন।''
প্রসঙ্গত, মঙ্গলবারই পহেলগাঁও হামলার এক সপ্তাহ পূরণ হয়েছে। অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। এদিকে এই হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।
