সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর রোশনাইয়ে সেজেছে তিলোত্তমা কলকাতা। বড়দিন ও নতুন বছরের উদযাপন সারা শহর জুড়ে। এই সময়টা পার্কস্ট্রিট, বো-বারাক, অ্যালেন পার্ক কিংবা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের চেহারাটা যেন আমূল পালটে যায়। এই কদিন শহর যেন আরও 'সুন্দরী' হয়ে ওঠে। আর এই উৎসবের মরশুমেই কলকাতার বুকে কাটানো দিনের কথা মনে করে কল্লোলনী কলকাতার স্মৃতিতে বুঁদ হলেন অমিতাভ বচ্চন।
তাঁর ব্লগের মাধ্যমে অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। সবার জীবন সুখ, সমৃদ্ধি ও খুশিতে ভড়ে উঠুক এই কামনা করি। আজকের এই দিনে কলকাতার কথা খুব মনে পড়ছে। ২৪ ও ২৫ ডিসেম্বর কলকাতায় মধ্যরাতে রাজপথের ভিড়। চার্চের প্রার্থনা এই সবকিছু মনে করে নস্ট্যালজিক হয়ে পড়ছি। সিনেদুনিয়ায় পা রাখার আগে সেখানেই দিন কাটিয়েছি। নস্ট্যালজিয়ায় ভাসছি।' তাঁর ব্লগের এই লেখার মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন এই শহরটার সঙ্গে তাঁর যোগ ঠিক কতটা নিবিড়। এমনকী কলকাতার জামাই হওয়ার বিষয়টিও যে তিনি সর্বদা উপভোগ করেন এমনটাও বুঝিয়েছেন। বহুবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেও কলকাতার সঙ্গে পুরনো সম্পর্কের কথা বলেছেন।
উল্লেখ্য, যতই তিনি মায়ানগরীর বাসিন্দা হন না কেন এই শহর কলকাতার সঙ্গে রয়েছে তাঁর এক নিবিড় যোগাযোগ। বলিউডের শাহেনশা হয়ে ওঠার আগে এই শহরেই ষাটের দশকে এক বেসরকারি সংস্থার কর্মী হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তীতে বলিউড যাত্রা এবং ক্রমেই সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠার শুরু। এমনকী বৈবাহিক সূত্রেও এই শহরের সঙ্গে গড়েছে তাঁর সম্পর্ক। কলকাতার মেয়ে তথা প্রবীণ অভিনেত্রী জয়া ভাদুড়ির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। আর এবারের বড়দিনে সেই কলকাতার স্মৃতি রোমন্থন করলেন অমিতাভ।
