সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের বাজারে আচমকাই ঝড়ের গতিতে ঢুকে পড়ে মদ্যপ পরিচালকের গাড়ি। কমপক্ষে পাঁচ-ছয় জনকে ধাক্কা মারে ওই গাড়িটি। ইতিমধ্যেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং জখম আরেকজনের পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রবিবার থেকেই টলিউড তোলপাড়! শুধু টলিপাড়া নয়, ক্ষোভ জমেছে আমজনতার মনেও। যার আঁচড় পড়েছে টলিপাড়ার গায়েও। অনেকেই ইন্ডাস্ট্রিকে 'নেশার আখড়া' বলে দাগিয়ে দিয়েছেন। কেউ কেউ বা আবার তারকাদের চরিত্র পর্যন্ত হনন করতে পিছপা হননি! এমন আবহেই ঠাকুরপুকুর কাণ্ডে বিস্ফোরক ভাস্বর চট্টোপাধ্যায়।
খুব আক্ষেপের সুরেই টলিউডে সসম্মানে তিন দশক পার করা অভিনেতা তাঁর ফেসবুকে লিখেছেন, 'কী বলব জানি না। তবে এটুকু বলতে পারি, ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছ থেকে দেখছি, নেশার কবলে চলে যাচ্ছে।' এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে ক্ষুব্ধ ভাস্বর জানিয়েছেন, "নতুন প্রজন্মের অধিকাংশই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসে না, আসে বেলাল্লাপনা করতে! সামান্য কয়েকজন আছেন, যাঁরা সত্যিই অভিনয়টা ভালবাসেন, বাকিরা... ওই যা বললাম।" অভিনেতার সংযোজন, "উদয়াস্ত পরিশ্রম করতে হত আমাদের সময়। তবে এখন সেসবের বালাই নেই। বর্তমানে খুব অল্পেতেই প্রচারমুখী সকলে। কিছু হলেই শোনা যায়, পার্টি। আর সেকানে শুধু মদ্যপানই চলে না। চরস, গাঁজাও সঙ্গে চলে। আর এসমস্ত দায়িত্বজ্ঞানহীনতা, অপরাধের জন্য ইন্ডাস্ট্রিকে কুকথা শুনতে হয়", অভিযোগ ভাস্বরের।
ভাস্বর বরাবরই ইন্ডাস্ট্রির রাজনীতি হোক বা যে কোনও ইস্যু নিয়েই সরব। এবার ঠাকুরপুকুর বাজার এলাকার ঘটনা নিয়েও সরব তিনি। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সোমবার অভিযুক্তকে আদালতেও তোলা হয়েছে। এদিকে পরিচালকের গ্রেপ্তারিতে 'ভিডিও বৌমা'র সেট ফাঁকা। জানা গেল, আংশিক কাজ হয়েছে আউটডোরে। সংশ্লিষ্ট ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ খুলেছেন, রূপাঞ্জনা মিত্র, সঙ্ঘশ্রী সিংহ মিত্র, রুপালি ভট্টাচার্য-সহ অনেকেই। এবার ইন্ডাস্ট্রির গায়ে আঁচড় পড়ায় প্রতিবাদে গর্জে উঠলেন ভাস্বর চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, জানা গিয়েছে শহরের এক পানশালায় শনিবার রাতে পার্টিতে মেতেছিলেন ছোটপর্দার পরিচালক ভিক্টো, এক নামী চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক, অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন, স্যান্ডি সাহারা। পার্টি থেকে সকালে ফেরার পথে এই গাড়ি দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরিয়ান, স্যান্ডি ও ঋতুপর্ণার নামও জড়িয়েছে বলে খবর। যদিও তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন। অভিনেতাদের সকলকেই এই মুহূর্তে ছোটপর্দার ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, সোমবার সেটে এই ধারাবাহিকের শুটিং বন্ধ ছিল। তার বদলে হয়েছে কিছু আউটডোর কাজ।