সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালির মরশুমে 'ভুলভুলাইয়া ৩'র (Bhool Bhulaiyaa 3) রিলিজ কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ফিল্মি কেরিয়ারে নতুন মাইলস্টোন যোগ করেছে। অভিনেতার কেরিয়ারে সবথেকে দ্রত গতিতে একশো কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এটি। প্রথম তিন দিনেই ক্যাশবাক্সে উপচে পড়েছে লক্ষ্মীর কৃপা। একশো কোটির গণ্ডি ছুঁয়ে বিগ বাজেট ছবির মোট মূলধনের ৭০ শতাংশই প্রযোজকের ঘরে ফিরিয়েছে 'ভুলভুলাইয়া ৩'। অন্যদিকে 'রুহ বাবা'র রসিকতাতে মন মজেছে দর্শকদের। কার্তিককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। আর সিনেমা ব্লকবাস্টার হতেই ধর্মে-কর্মে মন অভিনেতার।
পয়লা সপ্তাহান্তের পর সোমবারও অপ্রতিরোধ্য 'ভুলভুলাইয়া ৩'র বিজয়রথ। সবমিলিয়ে গত চারদিনে এই ছবি আয় করতে পেরেছে ১২৫ কোটির। আশা করা হচ্ছে, ব্যবসার গ্রাফ এরকম থাকলে মঙ্গলবারই দেড়শো কোটির দোরগোড়া টপকে যাবে 'ভুলভুলাইয়া ৩'। পয়লা দিনে 'ভুলভুলাইয়া ৩' যেখানে ৩৫.৫ কোটি আয় করেছিল, সেখানে দ্বিতীয় দিনের আয় আরও বেড়ে ৩৭ কোটি হয়েছে। রবিবারও প্রেক্ষাগৃহ উপচে পড়েছে। এদিনের ব্যবসা ৩৩.৫ কোটি টাকা। তবে সোমবার সপ্তাহের ব্যস্ততম দিনেও ১৭ কোটি টাকার ব্যবসা করেছে।
সিনেবিশেষজ্ঞদের কথায়, একটা সিনেমাকে ব্লকবাস্টার ঘোষণা করতে হলে, সেই সিনেমার যা বাজেট, তার তুলনায় ২০০ শতাংশ লাভ করতে হবে। আর সেটা কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া ৩'র জন্য খুব একটা কঠিন নয়! খুব সহজেই দ্বিতীয় সপ্তাহান্তে ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে বলে আশাবাদী তাঁরা। এই ছবি নিয়ে এমন পরিস্থিতি যে, মুম্বইয়ের চতুর্দিকে হাউজফুল শো থাকায় কার্তিক আরিয়ানের মা নিজেই ছেলের ছবি দেখতে পারছেন না। 'ভুলভুলাইয়া ২' দর্শকদের মন ছুঁয়ে ছিল বটে! তবে তৃতীয় ফ্র্যাঞ্চাইজি তাঁদের মন জিতে নিয়েছে।
'ভুলভুলাইয়া ৩'র এমন গগনচুম্বী সাফল্যে বেজায় উচ্ছ্বসিত কার্তিক আরিয়ান নিজেও। 'রুহ বাবা' যেখানেই যাচ্ছেন, ছেঁকে ধরছেন ভক্তরা। তাঁকে উন্মাদনা তুঙ্গে। তিনি যে বলিউডের নতুন প্রজন্মের 'হার্টথ্রব', সেটা আর আলাদা করে উল্লেখের প্রয়োজন হয় না। মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে বারাণসীর উদ্দেশে উড়ে গেলেন তিনি। জানা গিয়েছে, এদিন সেখানে তাঁর গঙ্গাআরতি করার কথা রয়েছে। পুজো দেবেন কাশীর বিভিন্ন মন্দিরেও। 'ভুলভুলাইয়া ২'র সাফল্যের পরও বারাণসী গিয়ে গঙ্গা আরতি করেছিলেন কার্তিক আরিয়ান। সেই ছেদ পড়েনি এবারও।