সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২৭ দিনের জন্য স্বাধীন হয়েও পাকিস্তানে মিশে যেতে বাধ্য হয়েছিল বালোচিস্তান। এই ইতিহাস আজও দগদগে হয়ে রয়েছে বালোচদের কাছে। আজও থামেনি বালোচদের প্রতিরোধ। বারবার বিদ্রোহের আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত লেগেই রয়েছে। তারই মাঝে মুখ ফসকে পাকিস্তান এবং বালোচিস্তানকে আলাদা দেশ বললেন সলমন। ভাইজানের ভাইরাল মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় চলছে জোর কাটাছেঁড়া।
সম্প্রতি সৌদি আরবের রিয়াধে একটি অনুষ্ঠানে যোগ দেন সলমন। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলার মাঝে বালোচিস্তান এবং পাকিস্তানকে আলাদা দেশ বলেন সলমন। ভাইজানের কথায়, "সৌদি আরবে হিন্দি ছবির মুক্তি হলে সফল হবেই। একশো কোটির ব্যবসা করতে পারে তামিল, তেলুগু, মালয়ালাম ছবি। কারণ, সৌদিতে বিভিন্ন দেশের মানুষের বাস। পাকিস্তান, বালোচিস্তান, আফগানিস্তানের মানুষ থাকেন। কাজ করেন।"
সলমনের এই মন্তব্য ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। সোশাল মিডিয়ায় যেন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এক একজন এক একরকম মন্তব্য করতে শুরু করেছেন। সত্যি জেনেবুঝে একথা বললেন সলমন নাকি ভুল করে, তা নিয়ে দ্বিধাবিভক্ত নেটভুবন। আবার কারও দাবি, সব কিছু নাকি জেনেবুঝেই বলছেন ভাইজান। কেউ অবশ্য বলছেন, হয়তো এভাবেই নতুন কোনও ছবির পূর্বাভাস দিয়েছেন সলমন। নেটপাড়া অবশ্য যতই কাটাছেঁড়া করুক না কেন, সলমনের মুখে কুলুপ। এই প্রসঙ্গে দ্বিতীয় কোনও মন্তব্য আর করেননি তিনি।
