shono
Advertisement
Vivek Agnihotri

'ভারতীয় সিনেদুনিয়া একজোট হও', ট্রাম্পের বিনোদন শুল্ক নিয়ে বার্তা আতঙ্কিত বিবেক অগ্নিহোত্রীর

ট্রাম্পের ১০০ শতাংশ করের নিদানে বিপুল ক্ষতির মুখে বিনোদুনিয়া।
Published By: Sayani SenPosted: 01:48 PM May 05, 2025Updated: 02:06 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে মুক্তি পায় বহু বলিউড ছবি। কারণ, সেখানে বি টাউনের তারকাদের পরিচিতি কম নয়। ট্রাম্পের নয়া নিদানে এবার আমেরিকায় ছবি মুক্তির জন্য দিতে হবে ১০০ শতাংশ কর। তার ফলে বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারে ভারতীয় ছবি। তা নিয়ে উদ্বিগ্ন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ভারতের সিনেজগৎ একজোট না হলে আর কেউ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবেন না বলেই আশঙ্কা তাঁর।

Advertisement

X হ্যান্ডেলে 'সতর্কীকরণ' বলে উল্লেখ করে তিনি লেখেন, "ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনে জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। যদি এটি চলতে থাকে, তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ বাঁচাতে পারবে না।" ভারতীয় সিনে দুনিয়াকে একজোট হওয়ার বার্তা পরিচালকের। তিনি লেখেন, "ভারতীয় সিনে জগতের জেগে ওঠার সময় এসেছে। পাপ্পারাজ্জি এবং আত্মসন্তুষ্টি ছেড়ে এবার এই হুমকির বিরুদ্ধে লড়াই করুন।"

দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এখন শুধুই অন্যের উপর শুল্কের বোঝা চাপানো। আমেরিকার বাইরে প্রযোজিত যে কোনও সিনেমা মুক্তিতে এবার ১০০ শতাংশ কর দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। শুল্কের বোঝা চাপানোর ফলে সমস্যার মুখে পড়তে পারে বলিউডও। কারণ, ভারতের বহু সিনেমা আমেরিকা-সহ বিদেশের নানা জায়গায় মুক্তি পায়। তা থেকে ভালো মুনাফাও হয়। কিন্তু এবার ট্রাম্পের শুল্ক-কাঁটায় তা আটকে যাবে। আর তা নিয়ে দুশ্চিন্তায় বলি পরিচালক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রাম্পের ১০০ শতাংশ করের নিদানে বিপুল ক্ষতির মুখে বিনোদুনিয়া।
  • তা নিয়ে উদ্বিগ্ন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
  • ভারতের বিনোদুনিয়া একজোট না হলে আর কেউ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না বলেই আশঙ্কা তাঁর।
Advertisement