সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে দিল্লি বিস্ফোরণের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এবার এই সেই ঘটনার আঁচ বলিউডে। বিস্ফোরণের এই ঘটনার জেরে পিছিয়ে গেল রণবীর সিংয়ের আগামী ছবির ট্রেলার মুক্তি। ১২ নভেম্বর, বুধবার রণবীরের আগামী ছবি 'ধুরন্ধর'-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার দিল্লি বিস্ফোরণের জেরে ছবির প্রচারমূলক এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 'ধুরন্ধর' ছবির টিম।
ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই খবর জানানো হয়েছে ছবির টিমের তরফে। পোস্টে লেখা হয়েছে, '১২ নভেম্বর বুধবার ধুরন্ধর ছবির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। সেইমতো সমস্ত আয়োজনও হয়েছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের মতো এমন এক দুর্ঘটনায় অজস্র মানুষ প্রাণ হারিয়েছেন। এই শোকের আবহে আমরা আমাদের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটি আমরা স্থগিত রাখা হল। আগামীতে কবে আমাদের নতুন ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের দিন নির্ধারিত হলে তা আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করব।'
তবে এখানেই শেষ নয়, কানাঘুষো শোনা যাচ্ছে যে, এই মুহূর্তে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অসুস্থতার জেরেও রীতিমতো মনখারাপ সকলের। সেই আবহে অভিনেতা তাঁর পরিবারের প্রতি সম্মান জানিয়েও নাকি এদিনের এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রণবীরের এই ছবি মুক্তি।
শুধু 'ধুরন্ধর' নয়, একইসঙ্গে পিছিয়ে গিয়েছে 'ককটেল ২' ছবির শুটিংও। বুধবার ১২ নভেম্বর, এই ছবির দ্বিতীয় দফার শুটিং শুরু হওয়ার কথা ছিল দিল্লিতে। ছবির শুটিংয়ের সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন ছবির অভিনেতা-অভিনেত্রী-সহ গোটা টিম। সপ্তাহখানেকের শুটিংয়ের পরিকল্পনা ছিল ছবির টিমের। কিন্তু বাদ সাধল দিল্লির বায়দূষণ আর তার সঙ্গে গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠল দিল্লি বিস্ফোরণ। আর এই দুয়ে মিলেই পিছিয়ে গেল শাহিদ-রশ্মিকা-কৃতীর নতুন ছবির শুটিং।
