সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফোর্বস ম্যাগাজিনে সেরা একশো ডিজিটাল স্টারের তালিকায় নাম তুলে ফেলেছেন 'দ্য বং গাই' (Bong Guy Kiran Dutta)। তাও আবার ১০ নম্বরে। বাংলার এই সেলেব ইউটিউবারকেই কিনা সোশাল মিডিয়ায় ফলো করেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। যিনি এইমুহূর্তে চর্চার শিরোনামে। 'বাবা-মায়ের যৌনতা'মূলক মন্তব্য করে রাতারাতি গোটা দেশের রোষানলে পড়েছেন যিনি। সেই সেলেব ইউটিউবার সোশাল মিডিয়ায় কিরণ দত্তর অনুসরণকারী। চলতি বিতর্কের পালে হাওয়া দিল 'বং গাই'য়ের একটি পোস্ট!

"বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে?", রণবীর এলাহাবাদিয়ার এহেন কুৎসিত মন্তব্যে তোলপাড় গোটা দেশ। ছিছিক্কার সর্বত্র। 'ভারতীয় সংস্কৃতি', 'পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য'কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের থানায় অভিযোগ দায়ের হয়েছে। সমাজমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে হুড়মুড় করে সাবস্ক্রাইবার কমতে শুরু করেছে 'বিয়ার বাইসেপস'-এর। ইতিমধ্যে ১০ লক্ষের বেশি সাবস্ক্রাইবার হারিয়েছেন রণবীর। বলিউড তারকারাও বিরক্ত এহেন কুৎসিত রসিকতা শুনে। ইউটিউবারকে সীমাজ্ঞানের কথা মনে করিয়ে দিয়েছেন তাঁরা। সময় রায়নার 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট' শোটিকেও নিষিদ্ধ করার ডাক উঠেছে। এমন আবহেই 'দ্য বং গাই' কিরণ দত্তের সঙ্গে একফ্রেমে রণবীর এলাহাবাদিয়ার ছবি ভাইরাল। উল্লেখ্য, কিরণ নিজেই সেই ছবি পোস্ট করেছেন। কী মন্তব্য তাঁর?
রণবীরের সঙ্গে হাসিমুখে একফ্রেমে, অথচ কিরণের মন্তব্য, "বাংলার সমস্ত নিউজ মিডিয়াকে আমি একেবারেই বলতে চাই, এই লোকটাকে আমি চিনি না। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ছবি এবং উনি কেন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন আমি জানি না। এছাড়া এই বিষয়ে আমার আর কোনও মতামত নেই।" বং গাইয়ের সেই পোস্টে অনেকে পালটা প্রশ্ন ছুঁড়েছেন, 'আপনি কি ভয় পেলেন?' আবার কারও মন্তব্য, 'সময় বুঝে পাশ থেকে কেটে পরলেন?' কিরণ দত্ত যদিও এই বিষয়ে পালটা কোনও প্রত্যুত্তর করেননি।