সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাপুর পরিবারে বাজল বিয়ের সানাই। এবার বিয়ের পিঁড়িতে বসবেন বনি কাপুরকন্যা। ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি বাগদান। নিশ্চয়ই ভাবছেন বনি কাপুরের তিন কন্যার মধ্যে কার বিয়ের সানাই বাজতে চলেছে? পাত্র কে?
আসলে বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে ও অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। নিজের জীবনের এই বিশেষ মুহুর্তের ছবি নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অংশুলা। দীর্ঘদীনের প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে বাগদান সারেন তিনি। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নেওয়ার পর জীবনের নতুন ইনিংসের জন্য অংশুলাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। সেখানে দেখা যাচ্ছে ফ্লোরাল প্রিন্টেড সাদা গাউনে। রোহন পরেছিলেন মেরুন শার্ট ও জিন্স। জীবনের এই বিশেষ দিনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ভালোবাসা আদানপ্রদান করেছেন তাঁরা দু'জন।
এখানেই শেষ নয় ছবিগুলি শেয়ার করে অংশুলা ভাগ করে নিয়েছেন তাঁদের রূপকথার এই জার্নি ঠিক কেমন ছিল সেকথাও। ওই পোস্টে অংশুলা লিখেছেন, 'একটা অ্যাপে আমাদের আলাপ হয়েছিল। সেদিন ছিল একটা মঙ্গলবার। আমরা হঠাৎ কথা বলতে শুরু করি। রাত তখন ১.১৫ মিনিট। আমরা ভোর ৬টা অবধি আমাদের কথা চালিয়ে গিয়েছিলাম। তারপর আমার মনে হয়েছিল কোনও কিছু শুরু হয়ার পিছনে একটা করে কারণ থাকে। ঠিক তার ৩ বছর পর আজ আমাকে ও আমার স্বপ্নের শহরে সেন্ট্রাল পার্ক ক্যাসেলের সামনে আমাকে প্রপোজ করে। তখন ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে ঠিক রাত ১.১৫ মিনিট। এই পুরো জার্নিটাই ছিল স্বপ্নের মত।' উল্লেখ্য, নিউ ইয়র্কে এদিন বাগদান সারেন অংশুলা ও রোহন।
অংশুলা আরও লেখেন, 'আমি এমন একজন মানুষ যে কিনা রূপকথার গল্পে বিশ্বাস করতাম না। কিন্তু রোহন আমাকে সেদিন যা দিয়েছিল তা ছিল রূপকথার থেকেও অনেক বেশি কিছু।' দিদির জীবনের এই বিশেষ দিনটিতে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দুই বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে অংশুলার বিশেষ দিনের ছবি ভাগ করে জাহ্নবী লিখেছেন, 'সেরার সেরা, আমার দিদি বাগদান সারল'। অন্যদিকে খুশি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে অংশুলাকে শুভেচ্ছা জানিয়ে সেই পোস্টে লিখেছেন, 'আমার দিদি খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বসবে। তোমাদের দু'জনকেই খুব ভালোবাসি।'
