shono
Advertisement
Aishwarya Rai Bachchan

বিচ্ছেদ জল্পনার মাঝে মাস্টারস্ট্রোক! সিঁথি ভর্তি সিঁদুর পরে কানের মঞ্চে ঐশ্বর্য

সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে ঐশ্বর্যের উপস্থিতি যেন নিন্দুকদের যোগ্য জবাব।
Published By: Sayani SenPosted: 12:15 AM May 22, 2025Updated: 12:18 AM May 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে দুধসাদা ও সোনালির মিশেলে তৈরি ডিজাইনার শাড়ি। গলায় রুবি পাথরের হার। কানের মঞ্চে বরাবরের মতো এবারও জ্বালাময়ী রূপে ঐশ্বর্য। তবে সাজপোশাক নয়, এবার নজর কাড়ল অন্য কিছু। আর তা হল মাথা ভর্তি সিঁদুর। বি-টাউনের অলিগলিতে কান পাতলেই শোনা যায় ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ জল্পনা। তারই মাঝে মাথা ভর্তি সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে ঐশ্বর্যের উপস্থিতি যেন নিন্দুকদের যোগ্য জবাব ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছেন অনেকে।

Advertisement

গাড়ি থেকে নামামাত্রই অনুরাগীরা ঐশ্বর্যকে দেখে চিৎকার করে ওঠেন। তাঁকে ডাকতে শুরু করেন। হাসিমুখে হাত নাড়িয়ে দর্শকদের ডাকে সাড়া দেন বচ্চন পরিবারের পুত্রবধূ। কানের মঞ্চে একাধিকবারই দেখা গিয়েছে ঐশ্বর্যকে। তবে সিঁথিতে সিঁদুর পরে দেখা যায়নি তাঁকে। বিচ্ছেদ জল্পনার মাঝে ভারতীয় বধূবেশে ঐশ্বর্যকে দেখে যেন খানিকটা চমকেই যান অনুরাগীরা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন হিন্দু ভারতীয় নারীরা। অভিনেত্রী সিঁদুর পরে কানের মঞ্চে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিষেকের সঙ্গে দাম্পত্য সম্পর্কে মোটেও ভাটার টান নয়। বরং প্রেমের জোয়ারেই ভাসছেন তাঁরা। ঐশ্বর্যর এই রূপ দেখে মুগ্ধ নেটপাড়া। সোশাল মিডিয়ায় চলছে জোর আলোচনা।

প্রসঙ্গত, গত ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বর্য। ২০১১ সালে বচ্চন পরিবারের আসে নতুন সদস্য। ঐশ্বর্যর কোল আলো করে আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বি-টাউন। বলিপাড়ার অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল মনখারাপ করা খবর। কখনও শোনা গিয়েছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না ঐশ্বর্য, সে কারণেই নাকি বিচ্ছেদের ভাবনা। আবার কেউ কেউ দাবি করতেন, শাশুড়ি নয়। অভিষেকের সঙ্গেই নাকি ঐশ্বর্যর মতবিরোধ সবচেয়ে বেশি। তাই জীবনের পথ আলাদা হতে চলেছে তাঁদের। মাঝে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। শুধুমাত্র মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গিয়েছে ঐশ্বর্যকে।

অবশ্য গতমাসে বিবাহবার্ষিকীর সময় থেকে সম্পর্ক যেন অন্য দিকে মোড় নিয়েছে। বিবাহবার্ষিকীতে মেয়ে-সহ তাঁদের দু'জনের মিষ্টি ছবি পোস্ট করছিলেন অভিনেত্রী। আবার সম্প্রতি মুম্বইয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। 'কজরা রে' গানের তালে নাচতেও দেখা গিয়েছিল প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীকে। ওইদিন স্ত্রীর দিকে বারবার অপলক দৃষ্টিতে তাকাতে দেখা গিয়েছিল অভিষেককে। তাই বিচ্ছেদ জল্পনায় যে জল ঢেলে দিয়েছে বচ্চন পরিবার, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচ্ছেদ জল্পনার মাঝে মাস্টারস্ট্রোক!
  • সিঁথি ভর্তি সিঁদুর পরে কানের মঞ্চে ঐশ্বর্য।
  • ঐশ্বর্যর এই রূপ দেখে মুগ্ধ নেটপাড়া।
Advertisement