সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ছাবা'। যে সিনেমা কিনা মুক্তির পর থেকেই নানা কারণে চর্চার শিরোনামে। খুব কম দিনেই ৫০০ কোটির গণ্ডি টপকে বক্স অফিসে ঝড় তো তুলেই দিয়েছে, পাশাপাশি মারাঠা আবেগে শান দিয়ে দর্শকদের মনস্তত্ত্বেও ব্যাপক প্রভাব বিস্তার করে ফেলেছে এই ছবি। এই সিনেমার দৌলতেই মোঘল সম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবি নিয়ে বর্তমানে উত্তাল মহারাষ্ট্র। বিতর্কের মাঝেই এবার সেই সিনেমার পার্লামেন্ট যাত্রা।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ২৭ মার্চ, আগামী বৃহস্পতিবার সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে প্রদর্শিত হবে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনি। জানা গেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ মন্ত্রীসভার সদস্যদের 'ছাবা' দেখার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।
বিস্তারিত আসছে...
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]