shono
Advertisement

বাবার চাকরি পেতেই মাকে বাড়িছাড়া! ছেলের বিরুদ্ধে আদালতে অসহায় বৃদ্ধা

বৃদ্ধাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
Published By: Tiyasha SarkarPosted: 04:49 PM Mar 27, 2025Updated: 04:49 PM Mar 27, 2025

গোবিন্দ রায়: বাবার মৃত্যুর পর তাঁর চাকরি পেয়েছিলেন ছেলে। তারপরই বদলে যায় জীবনযাত্রা। বৃদ্ধা মাকে যুবক বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ওই বৃদ্ধা।

Advertisement

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় (দাস)-এর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বৃদ্ধা। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী সরকারি চাকরি করতেন। বেশ কিছুদিন আগে তাঁর ছেলে সেই চাকরি পান। অভিযোগ, বাবার চাকরি পাওয়ার পরই তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে। ১৩ দিন ধরে তিনি বাড়ি ছাড়া। শুধু তাই নয়, মহিলা এও দাবি করেছেন যে, তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। সেই কারণেই তিনি আর কোনও উপায় না দেখে আদালতের দ্বারস্থ হয়েছেন।

বৃদ্ধার অভিযোগ শুনে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানতে চায় তাঁর কোনও আইনজীবী রয়েছে কিনা। উত্তর 'না' হওয়ায় হাই কোর্টের লিগ্যাল এড সার্ভিসের তরফে তাঁকে আইনজীবী দেওয়ার কথা বলা হয়েছে বলেই খবর। আদালতেই সুরাহা মিলবে বলে আশাবাদী বৃদ্ধা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবার মৃত্যুর পর তাঁর চাকরি পেয়েছিলেন ছেলে। তারপরই বদলে যায় জীবনযাত্রা।
  • বৃদ্ধা মাকে যুবক বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ।
  • এই পরিস্থিতিতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ওই বৃদ্ধা।
Advertisement