shono
Advertisement
Riyan Parag

কোহলির পর মাঠে ঢুকে রিয়ানকেও প্রণাম ভক্তের, টাকা দিয়ে করানো? নেটপাড়ায় হইচই

রিয়ানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Published By: Prasenjit DuttaPosted: 12:17 PM Mar 27, 2025Updated: 04:38 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ইডেনের ঘটনার পুনরাবৃত্তি। কেবল ঘটনার স্থান, কাল আর পাত্র বদলেছে। কলকাতায় ‘ঈশ্বর’ কোহলির পা ছুঁয়েছিলেন বিরাট ভক্ত ঋতুপর্ণ পাখিরা। আর অসমের বর্ষাপাড়ায় রিয়ান পরাগকে (Riyan Parag) প্রণাম করতে নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়লেন তাঁর এক ভক্ত। রিয়ান গুয়াহাটির ছেলে। তিনিই অসমের প্রথম ক্রিকেটার হিসেবে কোনও আইপিএল (IPL 2025) ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিচ্ছেন। তাই তাঁকে ঘিরে উন্মাদনা গুয়াহাটির মতো শহরে থাকাটা স্বাভাবিক।

Advertisement

এদিন কেকেআরের বিরুদ্ধে রিয়ানের রাজস্থান ৮ উইকেটে হেরে গেলেও তাঁকে নিয়ে গুয়াহাটিতে বেশ মাতামাতি ছিল। ম্যাচ চলাকালীন একজন ভক্ত মাঠে ঢুকে পড়ে পরাগের পায়ে লুটিয়ে পড়েন। এই ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নের মুখে পড়ে। কিন্তু নেটিজেনদের একাংশ ঘটনাটিকে বাঁকা নজরে দেখতে শুরু করেছেন। তাঁরা পুরো ঘটনাটিই 'সাজানো' বলে কটাক্ষ ছাড়েননি। আবার কেউ কেউ এক কদম এগিয়ে রিয়ান পরাগকেও তুলোধনা করেছেন।

এদিন টসের সময় স্থানীয় সমর্থকরা রিয়ানের নামে জয়ধ্বনি তোলেন। মাইক হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের করতালিতে স্টেডিয়াম মুখরিত। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তাঁদের সামনে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। কিন্তু সমস্ত ঘটনাকে ছাপিয়ে যায় কেকেআর ইনিংসের দ্বাদশ ওভারের ঘটনা। কুইন্টন ডি'ককের বল করতে যাচ্ছিলেন রিয়ান পরাগ। ঠিক তখনই বিপত্তি। এক সমর্থক মাঠে ঢুকে রাজস্থান অধিনায়কের পা ছুঁয়ে ফেলেন। তৎক্ষণাৎ এক নিরাপত্তারক্ষী তাঁকে বার করে দেন।

তারপরই সোশাল মিডিয়ায় শুরু ট্রোলিং। কেউ কেউ কটাক্ষের সুরে লিখছেন, 'রিয়ানের মতো খেলোয়াড়েরও ফ্যান আছে ভেবে তাজ্জব লাগছে। এত খারাপ দিনও তবে চলে এল।' আরেকজনের কথায়, 'এ দেশে বীরপুজো সংস্কৃতি আসলে একটা রোগ। ভারতীয় দলের হয়ে বেশিদিন খেলেননি রিয়ান পরাগ। মাত্র একটাই ভালো আইপিএল মরশুম কাটিয়েছেন। আর তাতেই ভক্তের ভগবান হয়ে উঠেছেন। এর প্রতি কোনও সহানুভূতি নেই। পুরোটাই সাজানো ঘটনা।'

কেউ আবার আগ বাড়িয়ে বলেছেন, 'নিজের প্রচারের জন্য ওই সমর্থককে ১০ হাজার টাকা দিয়েছিলেন রিয়ান।' অর্থাৎ তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে এই কাজ করানো হয়েছে। তবে, রিয়ানের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। তাঁদের মতে, রিয়ানকে নিয়ে কটাক্ষ করাটা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। ঘরের মাঠে ঘরের ছেলেকে নিয়ে মাতামাতি হবেই। এ নিয়ে অবাক হওয়ার মতো কিছু নেই। যদিও এত সবের পরও রিয়ানের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, তিনি নাইটদের বিরুদ্ধে ২৫ রান করেন। অন্যদিকে, ৪ ওভারে মাত্র ২৫ রান দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিয়ান গুয়াহাটির ছেলে।
  • তিনিই অসমের প্রথম ক্রিকেটার হিসেবে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিচ্ছেন।
  • তাঁকে ঘিরে উন্মাদনা গুয়াহাটির মতো শহরে থাকাটা স্বাভাবিক।
Advertisement