shono
Advertisement
Mamata Banerjee on Saif Ali khan

সইফের দ্রুত সুস্থতা কামনায় মমতা, 'শর্মিলাদি'র পরিবারের জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

আপাতত বিপন্মুক্ত সইফ। কী জানাল হাসপাতাল?
Published By: Sandipta BhanjaPosted: 01:52 PM Jan 16, 2025Updated: 03:43 PM Jan 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে সইফ আলি খানের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউড সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি এই কঠিন সময়ে শর্মিলা ঠাকুরের জন্য চিন্তিত মুখ্যমন্ত্রী।

Advertisement

সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানের উপর হামলার খবর শুনে ভীষণ উদ্বিগ্ন। আমি ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি। আমার বিশ্বাস, আইন আইনের পথে হাঁটবে। যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে, শাস্তি পাবে। এই কঠিন সময়ে শর্মিলাদি, করিনা কাপুর এবং ওঁদের গোটা পরিবারের জন্য প্রার্থনা করছি।' অন্যদিকে মুম্বইয়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের দিকে আঙুল তুললেন শিবসেনা উদ্ধব শিবিরের সঞ্জয় রাউত। উদ্বেগ প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়ালও। সোশাল মিডিয়ায় তিনি সইফের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

কেমন আছেন বলিউড নবাব এখন? জানা গিয়েছে, দুবার অস্ত্রোপচার করা হয়েছে সইফ আলি খানের। সইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গিয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে আপাতত নবাব বিপন্মুক্ত। এদিকে বৃহস্পতিবার দুপুরের কিছু পরে সইফের সহযোগী দলের সদস্যদের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, "সইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে বিপন্মুক্ত। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। এই মুহূর্তে ধীরে ধীরে সেরে উঠছেন। চিকিৎসকেরা সব সময় নজর রাখছেন। পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।" পাশাপাশি লীলাবতী হাসপাতালের সইফের জন্য গঠন করা মেডিক্যাল টিমকেও ধন্যবাদ জানালো হয়েছে টিমের তরফে।

হাজার হোক শর্মিলা ঠাকুর কলকাতার মেয়ে। তাঁর কলকাতা কানেকশন আজও বহাল। সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে 'পুরাতন' ছবিতে অভিনয়ও করেছেন। যেখানে মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভোপালের বেগম হয়েও কলকাতার রাস্তাঘাট, আতিথেয়তা থেকে খাবার, শর্মিলার চোখে আজও কলকাতা প্রিয়। সত্যজিৎ রায়ের ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন শর্মিলা। পরে বলিউডে যখন কাজ করেছেন, তখন সেখানে পুরুষশাসিত ইন্ডাস্ট্রি। তবে সেখানেও বাজিমাত করেছেন। মুখ্যমন্ত্রী মমতার সঙ্গেও তাঁর সুসম্পর্ক। এই কঠিন সময়ে তাই 'শর্মিলাদি'র জন্য উদ্বিগ্ন তিনিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইয়ে সইফ আলি খানের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বলিউড সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি এই কঠিন সময়ে শর্মিলা ঠাকুরের জন্য চিন্তিত মুখ্যমন্ত্রী।
  • আমি ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি: মমতা।
Advertisement