সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয় নয় করে একত্রিশে পা দিল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে ৩১তম ফিল্ম ফেস্টিভ্যালের শুভসূচনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিনে উৎসবের পয়লা দিনে মুম্বই থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষরা। অনুষ্ঠান পর্ব আরও বিশেষ করে তুলল ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর 'দীক্ষামঞ্জরী' টিমের নৃত্যপরিবেশন।
লক্ষ্মীবারে শুরু হয়ে গেল একসপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো বাংলা সিনেইন্ডাস্ট্রির অভিভাবকরা। মঞ্চে দেখা গেল, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজ চক্রবর্তী, দেব, পাওলি দাম, শুভাশীস মুখোপাধ্যায়, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তীদের। 'কিফ'-এর চেয়ারম্যান হিসেবে বিশ্ব আঙিনায় বাংলা সিনেমা নিয়ে বিশেষ বক্তৃতা রাখলেন গৌতম ঘোষ। জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় জমে উঠেছিল উদ্বোধনী অনুষ্ঠান। 'থালি গার্ল' হিসেবে দেখা গেল টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচাকে। ইউকে, পোল্যান্ড, কেরল, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কার জুরি সদস্যরাও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের শোভাবর্ধন করলেন। ৩১তম কিফ-এর মঞ্চে বঙ্গবিভূষণে সম্মানিত করা হল আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহাকে।
'শোলে' ছবির ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রমেশ সিপ্পি। সেই উপলক্ষে 'শোলে' সিনেমার ঝলকও প্রদর্শিত হল মঞ্চে। বর্ষীয়ান পরিচালককে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ডোকরা শিল্পের দূর্গামূর্তি রমেশ সিপ্পির হাতে তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের মঞ্চেই ঋত্বিক ঘটকের উপর লেখা বইয়ের উদ্বোধন করলেন বর্ষীয়ান পরিচালক। পরিচালক রমেশ সিপ্পিও আপ্লুত এহেন আয়োজনে৷ তিনি বললেন, "সবার যা বলার ছিল বলে দিয়েছে, আমার জন্য কিছু বাকি রাখেনি। এই ফিল্ম ফেস্টিভ্যালে এসে আমার ভীষণ ভালো লাগছে। সত্যজিৎ রায় কত কত ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছেন। আমার সিনেমা চিরকাল কোথাও না কোথাও আর্ট আর কর্মাশিয়ালের মেলবন্ধন রাখার চেষ্টা করেছে, যেটা আমি এই বাংলা থেকেই শিখেছি।"
অন্যদিকে সৌরভকে উত্তরীয় পরিয়ে, ফুলের তোরা দিয়ে সম্মান জানালেন দেব। মঞ্চে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল 'কাহানি' পরিচালক সুজয় ঘোষকে। পরিচালক সুজয় ঘোষের কথায়, "কলকাতার সিনেমা শুধু বিনোদনের জন্য নয়, এখানে অনেক স্মৃতি-শিল্প রয়েছে জড়িয়ে রয়েছে। মনে পড়ে, 'শত্রু' সিনেমার জন্য বিজলি সিনেমাতে ৬ ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম টিকিটের লাইনে। সিনেমা আমার কাছে মায়ের মতোই গুরুত্বপূর্ণ। বাংলায় সিনেমা দেখেই আমার মধ্যে পরিচালক হওয়ার স্বপ্ন বেড়ে ওঠে। সিনেমা শুধু পর্দায় নয়, মানুষের মনেও থেকে যায়।" তিলোত্তমা সোমকে স্বাগত জানালেন 'টলি ক্যুইন' ঋতুপর্ণা সেনগুপ্ত। এহেন নানা বর্ণময় মুহূর্তের টুকরো কোলাজ ধরা পড়ল ধনধান্য স্টেডিয়ামে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।
