shono
Advertisement
Munawar Faruqui

'ধর্মকে অপমান, যুব প্রজন্ম কলুষিত হচ্ছে', রণবীরের পর মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

রণবীর এলাহাবাদিয়া পর ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের।
Published By: Sandipta BhanjaPosted: 09:45 AM Feb 24, 2025Updated: 11:11 AM Feb 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' শোয়ে রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) বিতর্কিত মন্তব্যের জেরে যখন দেশজুড়ে নিন্দার ঝড়। মামলা গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। ঠিক সেই আবহেই বেফাঁস মন্তব্য করে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগ উঠল আরেক কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকীর (Munawar Faruqui) বিরুদ্ধে। এই অবশ্য প্রথম নয়! বছর তিনেক আগে কমেডির নামে হিন্দু দেবদেবীদের নিয়ে চটুল রসিকতার জন্য শ্রীঘরে ঠাঁই হয়েছিল এই কৌতুকশিল্পীর। এবার কেন আইনি বিপাকে জড়ালেন মুনাওয়ার ফারুকী?

Advertisement

একের পর এক কৌতুকশিল্পী আইনি বিপাকে। রণবীর এলাহাবাদিয়া আবহে মহাকুম্ভ নিয়ে রসিকতা করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতী সিং। সম্প্রতি রিয়ালিটি শোয়ে হোলি ছাপড়িদের বলে আইনি বিপাকে পড়তে হয়েছে ফারহা খানকে। এবার মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। আপত্তি উঠেছে তাঁর 'হপ্তা ওয়াসুলি' কমেডি শো নিয়ে। যা কিনা জিও হটস্টার-এ দেখা যায়। অভিযোগ, "এই অনুষ্ঠান অশ্লীলতা প্রচারের পাশাপাশি একাধিক ধর্মের অপমানও করেছে। ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ লঙ্ঘন করে দেশের যুব প্রজন্মের মন কলুষিত করছে।" এহেন অভিযোগ তুলে আইনজীবী অমিতা সচদেবের দাবি জিও হটস্টার-এর 'হপ্তা ওয়াসুলি' শো'টিকে নিষিদ্ধ করা হোক। হিন্দু জনজাগ্রতি সমিতির তরফেও মুনাওয়ারের বিরুদ্ধে এই একই অভিযোগ তোলা হয়েছে। সংশ্লিষ্ট সংগঠনেরও দাবি এই শো নিষিদ্ধ করা হোক। জানা গিয়েছে, ভারতীয় ন্যায়সংহিতার তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ১৯৬, ২৯৯ এবং ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের হয়েছে মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে।

প্রসঙ্গত, সম্প্রতি 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' শোয়ে এক প্রতিযোগীকে রণবীর এলাহাবাদিয়া প্রশ্ন ছোঁড়েন, "বছরভর বাবা-মায়ের যৌনতা দেখবে, নাকি একবার যোগ দিয়ে সেটা চিরকালের জন্য বন্ধ করে দেবে?" শুধু তাই নয়, প্রকাশ্যেই ওই প্রতিযোগীকে তাঁর পুরুষাঙ্গের সাইজ জিজ্ঞেস করেন রণবীর। ইউটিউবারের এহেন কুৎসিত রসিকতায় তাজ্জব হয়ে যান সময় রায়নাও। যাঁর ডার্ক কমেডি শুনে কানে হাত দেন সকলে। সেই তিনিও রণবীর এলাহাবাদিয়াকে প্রশ্ন ছোঁড়েন, "আরে ভাই আজকে তোমার কী হয়েছে?" সংশ্লিষ্ট ঘটনার জেরে লাগাতার খুনের হুমকিতে জেরবার পডকাস্টার রণবীর। ক্ষমা চেয়েও নিস্তার নেই তাঁর। মুখ পুড়েছে শীর্ষ আদালতেও। এবার সেই আবহেই কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগ উঠল আরেক কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে।
  • ভারতীয় ন্যায়সংহিতার তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ১৯৬, ২৯৯ এবং ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের হয়েছে মুনাওয়ার ফারুকীর বিরুদ্ধে।
  • আপত্তি উঠেছে তাঁর 'হপ্তা ওয়াসুলি' কমেডি শো নিয়ে।
Advertisement