সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম্পূর্ণ এক প্রেমের গল্প নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাঁর 'শেষের কবিতা' উপন্যাস। অমিত-লাবণ্যর প্রেমকাহিনি আজও চিরনবীন। সেই 'শেষের কবিতা'র আঙ্গিকেই এক অসম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে এবার পর্দায় আসছেন পরিচালক অংশুমান চক্রবর্তী। তৈরি করছেন তাঁর নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি 'আ ফেয়ারি টেল'। গল্প লিখেছেন বৈশাখী চক্রবর্তী। প্রযোজনায় ঝুমা চক্রবর্তী।

এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন দেবলীনা দত্ত ও সৌরভ দাস। জানা যাচ্ছে, ছবিতে দেবলীনার চরিত্রের নাম 'অ্যাঞ্জেলিনা'। সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হওয়া অ্যাঞ্জেলিনা প্রত্যন্ত গ্রামের দারিদ্র বৃত্তে থাকা মানুষদের একটু ভালোভাবে বাঁচার রসদ জোগান।রবীন্দ্রনাথ ঠাকুরের গান,কবিতা, লেখার সঙ্গে পাশ্চাত্য সংস্কৃতিকে মিশিয়ে নতুন কিছু করার তাগিদ তাঁর। এসব নিয়েই সময় কাটাতে ভালোবাসেন।
এদিকে কলেজের মেধাবী ছাত্র 'প্রান্তিক'। অভাব গ্রাস করায় কিছুতেই নিজের লক্ষ্যের দিকে এগোতে পারে না। অ্যাঞ্জেলিনা নিঃস্বার্থভাবে তাকে সাহায্য করে। ক্রমেই তাদের মধ্যে এক নতুন সমীকরণ গড়ে ওঠে। একে অপরকে ভালোবেসে ফেলে তারা। কিন্তু তাদের এই অসমবয়সি প্রেম মেনে নিতে পারে না প্রান্তিকের বান্ধবী 'রোশনি'। প্রান্তিক ও রোশনির মাঝে নিজেকে তৃতীয় ব্যক্তি মনে করে অ্যাঞ্জেলিনা। হতাশা থেকে হঠাৎ একদিন আত্মহত্যার পথ বেছে নেয় সে। এই গোটা ঘটনার প্রেক্ষিতে প্রান্তিকের জীবন কোন দিকে মোড় নেবে? সব প্রশ্নের উত্তর মিলবে ছবিতে। আপাতত ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন পরিচালক। এপ্রিলের মাঝামাঝি শান্তিনিকেতনে শুরু হতে চলেছে ছবির শুটিংপর্ব। দেবলীনা দত্ত ও সৌরভ দাস স্ব স্ব অভিনয়ে ইতিমধ্যেই প্রশংসিত। ছোট, বড়পর্দায় কাজ করার বেশ অভিজ্ঞতাও রয়েছে তাঁদের। একেবারে নতুন জুটি দেবলীনা-সৌরভের অনস্ক্রিন কেমিস্ট্রি কেমন হয়, সেদিকে নজর থাকবে দর্শক মহলে।