shono
Advertisement
Laapataa Ladies

মধ্যপ্রাচ্যের সিনেমা 'বোরখা সিটি' টুকে তৈরি 'লাপাতা লেডিজ'! আমির-কিরণের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

গল্প চুরির মারাত্মক অভিযোগে কাঠগড়ায় আমির-কিরণ।
Published By: Sandipta BhanjaPosted: 05:06 PM Apr 02, 2025Updated: 05:07 PM Apr 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে সাড়া ফেলে দেওয়া সিনেমা 'লাপাতা লেডিজ' কি কিরণ রাওয়ের লেখা গল্প নয়? বিতর্ক তুঙ্গে! যে সিনেমা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে অস্কার পর্যন্ত ছুটে গিয়েছিল, এবার তার বিরুদ্ধেই উঠল গল্প চুরির অভিযোগ। যার জেরে আপাতত কাঠগড়ায় প্রযোজক-পরিচালক আমির খান এবং কিরণ রাও।

Advertisement

সম্প্রতি নেটপাড়ায় 'বোরখা সিটি' নামে মধ্যপ্রাচ্যের এক সিনেমার কিছু ক্লিপ ভাইরাল হয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবের ওই ছবির গল্পটা খানিক মিলে যায় কিরণ পরিচালিত 'লাপাতা লেডিজ'-এর সঙ্গে। সেখানে দেখানো হয়েছে, বোরখা যতই নষ্টের গোড়া! মুখ ঢাকা থাকায় একজনের স্ত্রী বদল হয়ে যায়। আর তার পর থেকেই ওই ব্যক্তি হন্যে হয়ে বউয়ের খোঁজ করা শুরু করে। ব্যস, সিনেমার ভাইরাল কিছু ক্লিপ থেকেই বিতর্কের সূত্রপাত। কারণ 'লাপাতা লেডিজ'-এর গল্পটাও ঠিক এরকমই। ঘোমটার 'গ্যাঁড়াকলে' বউ-বদলের কাহিনি। যার সঙ্গে 'বোরখা সিটি'র সাযুজ্য খুঁজে বের করেছে নেটপাড়া। আর সেই প্রেক্ষিতেই বর্তমানে গল্প চুরির অভিযোগ বিদ্ধ কিরণ রাও এবং প্রযোজক আমির খান। কেউ বলছেন, 'বলিউডের কোনও কিছুই মৌলিক শিল্পকর্ম বলে মনে হয় না আজকাল। এগুলি সবই নির্লজ্জভাবে অন্য কোথাও থেকে কপি পেস্ট করা।' কারও কটাক্ষ, 'ভারতেীয় সিনেমায় এহেন চুরির ঘটনা নতুন নয়।' কেউ বলছেন, 'এখন আর বলে কী লাভ! তবুও ভালো এই ছবিতে অরিজিতের কণ্ঠে অন্তত একটি অরিজিন্যাল গান রয়েছে।' সবমিলিয়ে 'লাপাতা লেডিজ'-এর গল্প চুরির অভিযোগ নিয়ে তোলপাড় নেটপাড়া।

প্রসঙ্গত, 'গাঁয়ের বধূ'দের গল্প যে দর্শকদের এত পছন্দ হবে, তা অনেকেই বুঝতে পারেনি। কিন্তু, স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশী গোয়েল ও প্রতিভা রান্টার মতো তরুণ তুর্কিদের নিয়ে কামাল দেখিয়েছিলেন পরিচালক কিরণ রাও। গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ'। ছবির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি বাজেটে তৈরি এই ছবি পঁচিশ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। সমালোচকমহলেও সমাদৃত এবং পরবর্তীকালে OTT-তে বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে 'লাপাতা লেডিজ' জায়গা করে নিতে না পারলেও দর্শকদের মনে দাগ কেটেছে এই ছবি।

ছবিতে উগ্র পৌরুষের শিকল থেকে মুক্ত হয়ে নিজের শর্তে বাঁচার স্বপ্ন দেখেছিল জয়া। তাই তো পুষ্পা সেজে দীপকের পিছু পিছু হেঁটেছিল সে। ওদিকে দীপক হন্যে হয়ে খুঁজেছিল নিজের আদরের ফুল কুমারীকে। হারিয়ে যাওয়া স্ত্রীকে একবারের জন্যও চরিত্র নিয়ে প্রশ্ন করেনি সে। সাধারণ মানুষের এই অসাধারণ গল্পই ‘লাপাতা লেডিজ’-এ তুলে ধরা হয়েছে। পার্শ্ব চরিত্র রবি কিষেণও নজর কেড়েছিলেন। এবার সেই সিনেমা নিয়েই কিনা শোরগোল! অভিযোগ, মধ্যপ্রাচ্যের এক ছবির নকল করে এই ছবি বানিয়েছেন কিরণ রাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গল্প চুরির অভিযোগ আমির খান, কিরণ রাওয়ের বিরুদ্ধে।
  • কাঠগড়ায় প্রযোজক-পরিচালক আমির খান এবং কিরণ রাও।
  • 'বোরখা সিটি' নামে মধ্যপ্রাচ্যের এক সিনেমার নকল 'লাপাতা লেডিজ'!
Advertisement