shono
Advertisement
Deepika Padukone

'কল্কি ২' থেকে বাদ পড়েন, এবার মুক্তি পাওয়ার ১ বছর পর প্রিক্যুয়েল থেকে সরল দীপিকার নাম!

নেটপাড়ায় ইতিমধ্যেই এই নিয়ে সোচ্চার হয়েছেন দীপিকা-ভক্তরা।
Published By: Arani BhattacharyaPosted: 11:44 AM Oct 29, 2025Updated: 04:16 PM Oct 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের দিক থেকে দীপিকা পাড়ুকোনের এই বছরটা নানা চরাই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' ছবি থেকে বাদ পড়ার মতো বিষয় ঘটে। এরপর আট ঘণ্টা শিফটে অভিনয় করার শর্তকে সামনে রেখে বাদ দেওয়া হয় নায়িকাকে কল্কির সিক্যুয়েল থেকেও। তবে দীপিকাও নিজের সিদ্ধান্তে অনড়। মাতৃত্বকেই প্রাধান্য দিচ্ছেন এই মুহূর্তে তিনি। একের পর এক ছবি থেকে বাদ পড়ার মতো বিষয় নিয়ে বিচলিত হওয়া বা কোনও বাদানুবাদে যাননি তিনি। এই পর্যন্ত ঠিকই ছিল। এবার অভিনয় করার পরও ছবি থেকে বাদ গেল দীপিকার নাম। যা নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে তাঁর অনুরাগীমহলে। নেটপাড়ায় ইতিমধ্যেই এই নিয়ে সোচ্চার হয়েছেন দীপিকা-ভক্তরা। 

Advertisement

জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত 'কল্কি ২৮৯৮ এডি' ছবি থেকে বাদ দেওয়া হয়েছে নায়িকার নাম। ছবি শেষে সকলের নাম থাকলেও নেই দীপিকা। আর তাতে রীতিমতো ফুঁসে উঠেছেন নায়িকার ভক্তকুল। এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করে দীপিকা অনুরাগীরা লিখেছেন, 'ক্রেডিট মানে শুধুই একটা নাম নয়। এর অর্থ একজন অভিনেত্রীকে স্বীকৃতি ও সম্মান জানানো। দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রী এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এটা তাঁর প্রাপ্য। ওটিটিতে মুক্তির দীর্ঘ সময় পর এই ছবিতে তাঁর নাম নেই, এটা মেনে নেওয়া যায় না।'

এই পোস্ট ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে ক্ষোভ। নেটিজেনরা এর প্রত্যুত্তরে প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মসের উদ্দেশে লেখেন, 'এটি অত্যন্ত খারাপ প্রযোজনা সংস্থা। আপনাদের কী মনে হয়? ওটিটি মাধ্যমে আপনাদের এই ছবির শেষে দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর নাম বাদ দিলে তাঁর ফিল্মি কেরিয়ারে কিছু ঘাটতি হবে? কখনওই নয়।' গত সেপ্টেম্বরে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল যে, 'কল্কি ২৮৯৮ এডি' ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা। আরও বলা হয় একটি ছবি করতে যে দায়বদ্ধতা থাকে তাতে একজন অভিনেতা বা অভিনেত্রীর পেশাদারিত্ব বজায় রাখা খুব দরকার। ছবিটি প্রযোজনা সংস্থা সময়মতো শেষ করতে চান। এবং তাই এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকার দেওয়া নানা শর্তের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পেরেই প্রযোজনা সংস্থার তরফে এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।

তবে একের পর এক ঘটনার পরেও দীপিকা থেকেছেন এক্কেবারে 'স্পিকটি নট' হয়েই। যদিও নিজের কাজের মাধ্যমেই জবাব দিতে ভালোবাসেন তিনি। আর ঠিক সেভাবেই আগামীতে শাহরুখের 'কিং' ছবিতে ও অ্যাটলির পরিচালনায় আল্লুর সঙ্গে দেখা যাবে নায়িকাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত 'কল্কি ২৮৯৮ এডি' ছবি থেকে বাদ দেওয়া হয়েছে নায়িকার নাম।
  • ছবি শেষে সকলের নাম থাকলেই নেই দীপিকা।
  • আর তাতে রীতিমতো ফুঁসে উঠেছেন নায়িকার ভক্তকুল।
Advertisement