shono
Advertisement
Khadaan Pre Trailer

'আমরা সবাই রাজা', দেব-যিশুর ডাবল ধামাকা, প্রি-ট্রেলারে জমজমাট 'খাদান'

বাবা-ছেলের ভূমিকায় দুরন্ত দেব।
Published By: Suparna MajumderPosted: 04:56 PM Dec 02, 2024Updated: 08:28 PM Dec 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে দেবের ডাবল ধামাকা, অন্যদিকে যিশুর তীক্ষ্ণ চাহনি। এই দুইয়েই জমজমাট 'খাদান' সিনেমার প্রি-ট্রেলার। আগামী ২০ ডিসেম্বর যে বড়পর্দায় ধুন্ধুমার কাণ্ড বাঁধতে চলেছে সেই আভাস পরিচালক সুজিত রিনো দত্তর ছবির এই আগাম ঝলকেই পাওয়া গেল। দুই নায়কের পাশাপাশি নজর কাড়লেন বরখা বিস্ত ও ইধিকা পাল।

Advertisement

‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’, দেবের এই সংলাপই ‘খাদান’ ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। তাতে ঘৃতাহুতি পড়ল এই ১ মিনিট ১৪ সেকেন্ডের টিজারে। আর তা দেখে যা বোঝা যাচ্ছে, নতুন এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন দেব। বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টারকে। যিশুকেও দুটি লুকে দেখা গিয়েছে। তবে সেটি তরুণ বয়স এবং বৃদ্ধ বয়সের।

 

নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড়পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন। দেব-যিশু, বরখা-ইধিকা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা।

সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথভাবে 'খাদান' ছবি প্রযোজনা করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ইতিমধ্যেই ছবির দুটি গান প্রকাশ্যে এসেছে। ‘রাজার রাজা’র পাশাপাশি ‘হায় রে বিয়ে’ও দর্শকদের প্রশংসা পেয়েছে। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন নীলায়ন চট্টোপাধ্যায়, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য। উল্লেখ্য বড়দিনেই দেবের জন্মদিন। এই উপলক্ষে প্রতিবছর অনুরাগীদের জন্য নতুন সিনেমা উপহার হিসেবে নিয়ে আসেন তারকা। 'টনিক', 'প্রজাপতি', 'প্রধান'-এর পর এবার 'খাদান'-এর পালা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিকে দেবের ডাবল ধামাকা, অন্যদিকে যিশুর তীক্ষ্ণ চাহনি।
  • এই দুইয়েই জমজমাট 'খাদান' সিনেমার প্রি-ট্রেলার।
Advertisement