shono
Advertisement
Dev

কথা রেখেছেন দেব, জানেন ভোটে জেতার পর কটা গাছ পুঁতেছেন ঘাটালের তারকা সাংসদ?

সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন দেব।
Published By: Akash MisraPosted: 01:28 PM Jul 30, 2024Updated: 01:28 PM Jul 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন কথা, তেমনিই ফল! হ্যাঁ, কথা রাখলেন টলিউড সুপারস্টার তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব। ভোটে জেতার পর থেকেই ঘাটালে নানা এলাকায় একের পর এক গাছ পুঁতে চলেছেন সুপারস্টার। সোশাল মিডিয়ায় দেব জানিয়েছেন, গত কয়েকমাসে ৪৫ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করেছেন তিনি। তবে এখানেই থামছেন না। গাছ পোঁতা চলবে নিয়ম মেনেই।

Advertisement

গতবারের চেয়ে পৌনে এক লাখ ভোটের মার্জিন বাড়িয়ে তৃতীয়বারের জন‌্য সংসদ-যাত্রা নিশ্চিত করলেন দেব (Dev)। বিজেপির অভিনেতা- বিধায়ক তথা এবারের প্রার্থী হিরণ চট্টোপাধ‌্যায়কে এক লক্ষ ৮২ হাজার ৪৪৬ ভোটে হারালেন তিনি। দুই তারকার লড়াই দেখতে মুখিয়ে ছিল গোটা ঘাটালবাসী। তৃণমূলের তারকা প্রার্থীই শেষ হাসি হেসেছেন।

[আরও পড়ুন: গরুপাচার কাণ্ড: CBI মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, জেলমুক্তি হবে?]

ভোটে জেতার পর সংবাদমাধ্যমে দেব জানিয়ে ছিলেন, ‘‘আমি বলেছিলাম আমি যত ভোট পেয়ে জিতব, ততগুলি গাছ লাগাব। বর্ষার আগেই আমি গাছ লাগানোর উদ্যোগ নেব। ভোটপ্রচারে বেরিয়ে বেশ কয়েকটি সমস‌্যা আমার নজরে পড়েছে। সেগুলি সব আমি লিখে রেখেছি। আর অবশ‌্যই ঘাটাল মাস্টারপ্ল‌্যান আমার কাছে সব চাইতে বেশ গুরুত্বপূর্ণ।’’ দেব যে কথা রেখেছেন, তার প্রমাণ দিলেন সোশাল মিডিয়ায়।

[আরও পড়ুন: ওয়ানড় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, আর্থিক সাহায্য ঘোষণা মোদির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূলের তারকা প্রার্থীই শেষ হাসি হেসেছেন।
  • গাছ পোঁতা চলবে নিয়ম মেনেই।
Advertisement