সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটভুবনের 'মহিমা'য় বিপর্যস্ত দেওল পরিবার! দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে ধর্মেন্দ্রর (Dharmendra Health Update) মৃত্যুর খবর। সেই জল্পনার পালে হাওয়া জোগায় সিনেজগৎ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের শোকপ্রকাশের 'বহর'। এমতাবস্থায় দিগ্বিদিকশূন্য হয়ে পড়েছেন অনুরাগীমহল। প্রিয় সুপারস্টার অভিনেতার খোঁজ নিতে হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন মুম্বই এমনকী শহরতলীর বিভিন্ন প্রান্তের মানুষ। জড়ো হয়েছেন সেলেব থেকে ছবিশিকারিরাও। এহেন পরিস্থিতিতে 'জনসুনামি' সামাল দিতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হল মুম্বই প্রশাসনের তরফে।
সূত্রের খবর, হাসপাতাল চত্বরে সোমবার রাত থেকে যেভাবে ভিড় উপচে পড়েছে, তাতে মঙ্গলবার জনসুনামি সামাল দিতে নিরাপত্তা বাড়ানো ব্যতীত আর কোনও উপায় ছিল না প্রশাসনের। উপরন্তু দিল্লির বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। কারণ এইমুহূর্তে একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমতাবস্থায় ভিড় নিয়ন্ত্রনের জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিশাল পুলিশ বাহিনি মোতায়েন করা হল প্রশাসনের তরফে। জানা গিয়েছে, একরাশ উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে হাসপাতালের বাইরে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন ভোররাত থেকে। ফলত রাস্তার যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। যানজটের সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। সেই প্রেক্ষিতেই পরিস্থিতি সামাল দিতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ হেমা-এষা ব্রিচ ক্যান্ডি থেকে বেরতেই দুই ছেলেকে নিয়ে হাসপাতালে পৌঁছলেন সানি দেওল। এদিকে ধর্মেন্দ্রর গুরুতর অসুস্থতা (Dharmendra Health Update) এবং মৃত্যুর ভুয়ো খবর পেয়ে দিল্লি থেকে মুম্বইতে পৌঁছেছেন সানি-ববির তুতো ভাই অভয় দেওল। অভিনেতা আপাতত দাদা ববি দেওলের বাসভবনে রয়েছেন। বলিউড মাধ্যম সূত্রে খবর, মার্কিন মুলুক থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন ধর্মেন্দ্রর আরেক কন্যা। অন্যদিকে মঙ্গলবার সাতসকালে প্রবীণ অভিনেতার মৃত্যুর গুঞ্জন নস্যাৎ করে দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন হেমা মালিনী ও এষা দেওল।
