সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মেন্দ্রর আরোগ্য কামনায় নিদ্রাহীন মায়ানগরী। গত শুক্রবার রাতে আচমকাই ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি (Dharmendra Hospitalized) হওয়ার খবর প্রকাশ্যে আসে। শোনা গিয়েছিল, ‘রুটিন চেকআপ’-এর জন্যেই প্রবীণ অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছে। এবার সপ্তাহ ঘুরতেই সোমবার ফের মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হল ধর্মেন্দ্রকে। বলিমহলের অন্দরে কানাঘুষো, ভেন্টিলেশনে রয়েছেন ধর্মেন্দ্র! যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে রাত বাড়তেই হাসপাতালে সেলেবদের ভিড় কৌতূহল, উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিল।
ধর্মেন্দ্রকে (Dharmendra Hospitalized) দেখতে সোমবার রাত ৮টা নাগাদ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পৌঁছন সলমন খান। ভাইজান তাঁর কাছে বরাবরই পুত্রসম। অতঃপর প্রবীণ অভিনেতার অসুস্থতার খবর পেয়েই কাজ ফেলে ছুটে গেলেন সলমন। রাত বাড়তেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে আরিয়ানকে নিয়ে পৌঁছলেন শাহরুখ। চোখেমুখে একরাশ উদ্বেগ। চিন্তা! তার প্রাক্কালে সন্ধেবেলা দুই ছেলেকে নিয়ে হাসপাতালে বাবাকে দেখতে আসেন জেষ্ঠপুত্র সানি দেওল।
শুক্র সন্ধেয় বলিউডের ‘হি-ম্যান’-এর ভেন্টিলেশনে থাকার জল্পনা নস্যাৎ করে দিয়ে সানির টিমের তরফে জানানো হয়, “এরকম একটা গুজব রটেছে। তবে স্যর সুস্থ রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই।” কিন্তু রাত বাড়তেইন ধর্মেন্দ্র অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছে হাসপাতালে সেলেবদের উপস্থিতি। প্রবীণ অভিনেতার ছোট বউমা অর্থাৎ ববি দেওলের স্ত্রী তানিয়া মিত্তলকেও গাড়ির ভিতর ছলছল চোখে ক্যামেরকাবন্দি করেন পাপারাজ্জিরা। সেসব ছবি-ভিডিও নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, সব ঠিক আছে তো?
