সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে আচমকাই ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। প্রথমটায় শোনা যায়, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা। ঘনিষ্ঠ পারিবারিক সূত্রেই জানানো হয়, উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ নেই। তবে রাত পোহাতেই ফাঁস হল আসল কারণ!
বলিউড মাধ্যম সূত্রে খবর, "শ্বাসকষ্টজনিত কারণেই শুক্রবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে ধর্মেন্দ্রকে। বর্তমানে আইসিইউতে রয়েছেন প্রবীণ অভিনেতা।" যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি, তবে তাঁর আইসিইউতে থাকার খবর প্রকাশ্যে আসতেই সর্বত্র কৌতূহল, তাহলে কি বর্ষীয়ান অভিনেতা আশঙ্কাজনক? এপ্রসসঙ্গে এক বলিউড মাধ্যমের কাছে হাসপাতালের জনৈক কর্মী জানিয়েছেন, "শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রাতে ভালো ঘুমিয়েছেন তিনি। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ আপাতত নেই। রক্তচাপ এবং হৃদস্পন্দন মনিটর করে দেখা হয়েছে, সব ঠিক আছে। প্রস্রাবের পরিমাণও যথাযথ। তাই উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ চিকিৎসকরা দেখছেন না।" তবে বলিপাড়ায় কানাঘুষো, দিন কয়েক ধরেই নাকি ধর্মেন্দ্রর শরীর ভালো যাচ্ছে না।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ে চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বেরনোর ভিডিও ভাইরাল হয়। তবে বার্ধক্য এলেও তার ভারে যে তিনি নুইয়ে পড়েননি, সেকথা সেসময়েই পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছিলেন। সাফ বলেছিলেন, "আমি এখনও শক্ত। এখনও ধর্মেন্দ্রর সেই 'দম' রয়েছে। আমার দর্শক-অনুরাগীদের জন্য নিজেকে আজও ধরে রেখেছি।" ডিসেম্বর মাসের ৮ তারিখ নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। তার প্রাক্কালেই প্রবীণ অভিনেতার অসুস্থতার খবরে মন খারাপ ঘনিষ্ঠদের। এমতাবস্থায়, শশব্যস্ত শিডিউলের মাঝেও পালা করে বাবা ধর্মেন্দ্রর খেয়াল রাখছেন সানি দেওল এবং ববি দেওল, তেমনটাই খবর বলিউডে।
