সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে বক্স অফিসে নতুন মাইলস্টোন গড়েছে 'ধুরন্ধর' (Dhurandhar Box Office)। আদিত্য ধরের এই ছবি ভারতী বিনোদুনিয়ায় বক্স অফিসে যেমন জোয়ার এনেছে এবং একইসঙ্গে নতুন রেকর্ডও গড়েছে। ছবিমুক্তির চতুর্থ সপ্তাহেও ফের রেকর্ড গড়ল 'ধুরন্ধর'। চতুর্থ শনিবারেও রণবীর-অক্ষয়ের 'ধুরন্ধর' পারফর্ম্যান্সে রীতিমতো অবাক হয়েছেন সিনেবিশ্লেষকরা। এদিন সর্বমোট ৬৬৮ কোটির ব্যবসা করে 'জওয়ান'কেও টপকে গিয়েছে 'ধুরন্ধর'। ঠিক কত অ্যায় করল সপ্তাহান্তে 'ধুরন্ধর'?
প্রথম সপ্তাহে ব্যবসার নিরিখে এগিয়ে থাকলেও স্বাভাবিকভাবেই তৃতীয় শনিবারে এই কমলেও প্রায় তিরিশ শতাংশ বেশি ব্যবসা করেছে যা ছিল সত্যিই অবিশ্বাস্য। উল্লেখ্য, ছবিমুক্তির বাইশ দিনের মাথায় দেশে ব্যবসার রেকর্ড গড়েছিল। ৬৪০ কোটির ব্যবসা করেছিল। সেই রেকর্ড টপকে 'ধুরন্ধর' বাইশ দিনের মাথায় ৬৬৮ কোটির ব্যবসা করেছে। এছাড়াও একইসঙ্গে চতুর্থ সপ্তাহে প্রায় পনেরো কোটি টাকার ব্যবসা করেছে 'ধুরন্ধর'। আর এর সন বলে রাখা ভালো, ছবি মুক্তির চতুর্থ সপ্তাহে বক্স অফিসে ৫.৭৫ কোটি টাকার ব্যবসা করে এই তালিকায় রেকর্ড গড়েছিল 'ছাবা'। ১৫ কোটির ব্যবসা করে সেই রেকর্ড এদিন ভেঙে দিয়েছে 'ধুরন্ধর'। সব মিলিয়ে চতুর্থ শনিবারে এই ছবি দেশে প্রায় ২০ কোটি টাকার ব্যবসা করেছে। শুধু তাই নয়, রণবীরের 'ধুরন্ধর' ভেঙে দিয়েছে বলিউডের আরও এক খান, আমির খানের 'থ্রি ইডিয়টসে'র রেকর্ডও। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি দেশে ও সারা বিশ্বে ব্যাবসা করেছিল যথাক্রমে ২৭৪ কোটি ও ৪০০ কোটি। সেই রেকর্ডও ভেঙে দিয়েছে রণবীর।
গত কয়েক সপ্তাহ ধরে বক্স অফিসে ‘ধুরন্ধর’ সুনামি অব্যাহত। আইনি জটিলতা, বিতর্ক সঙ্গী করে গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। আর মাত্র কয়েক দিনেই ‘ধুরন্ধর’ জ্বরে কাবু হয়েছে গোটা দেশ তথা বিশ্ব! পঁচিশের বক্স অফিস নম্বরের নীরিখেও অনেকটা এগিয়ে এই ছবি। যেখানে ‘ছাবা’ ৮০০ কোটির ব্যবসা করেছিল এবং ‘সাইয়ারা’র বিজয়রথ মোটে ৫৮০ কোটিতেই থেমে গিয়েছিল, সেখানে রণবীর সিং অভিনীত সিনেমা মোটে ২১ দিনেই হাজার কোটির গণ্ডি ছুঁয়ে পঁচিশের বক্স অফিসে নতুন মাইলস্টোন গড়ল। বলিউড মাধ্যম সূত্রে খবর, ভারতে ৬৬৯ কোটির ব্যবসা করার পাশাপাশি গোটা বিশ্বে ১,০০৬.৭ কোটি টাকা আয় করেছে ‘ধুরন্ধর’। আর এহেন ব্যবসা হাঁকিয়েই ২০২৫ সালের বক্স অফিস নম্বরের নীরিখে পয়লা স্থান অর্জন করলেন রণবীর সিং।
