সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা বাধা-বিপত্তি ছিল। আইনি জটিলতা, বিতর্ক পেরিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে 'ধুরন্ধর' (Dhurandhar)। আর প্রথম দু'দিনেই তার 'দৌড়' প্রমাণ করে দিয়েছে ছবির ব্লকবাস্টার হওয়া বোধহয় সময়ের অপেক্ষা। শুক্রবার ছবিটি রোজগার করেছিল ২৪.৫ কোটি টাকা। প্রথম দিনের তুলনায় সপ্তাহান্তে ছবির রোজগার বাড়বে এটা প্রত্যাশিতই ছিল। আর সেই প্রত্যাশা সত্যি করে শনিবার ছবিটি রোজগার করল ২৮ কোটি টাকা। সব মিলিয়ে প্রথম দু'দিনেই পেরিয়ে গেল ৫০ কোটির গণ্ডি। রণবীরদের ছবিটির এখনও পর্যন্ত রোজগার ৫২.৫ কোটি! আশা, রবিবারে আরও তিরিশ কোটি বা তারও বেশি উপার্জন হবে ছবিটির। ফলে প্রথম তিনদিনেই ৮৫ কোটি পেরিয়ে যেতে পারে মোট রোজগার।
টিজার-ট্রেলার দেখেই দর্শকমহলের কৌতূহলের পারদ চড়েছিল। সেই উন্মাদনার টানেই অগ্রিম বুকিংয়েও রীতিমতো ঝড় উঠেছিল। যা দেখে সিনেবিশেষজ্ঞরাও বক্স অফিসের ‘ঝকঝকে মার্কশিটে’র ভবিষ্যদ্বাণী করেছিলেন। শুক্রবার দেশজুড়ে পাঁচ হাজার স্ক্রিনে মুক্তি পায় ‘ধুরন্ধর’। যে প্রত্যাশা ছিল, তা দারুণ ভাবে পূর্ণ হয়েছে বলাই যায়। পয়লা দিনেই দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল রণবীর সিংয়ের পারফরম্যান্স। পাশাপাশি ততোধিক চর্চা অক্ষয় খান্না এবং আর মাধবনের অভিনয় নিয়েও। আর সেই 'ওয়ার্ড অফ মাউথ'-এ ভর করেই ছবিটি বক্স অফিসে ঝড় অব্যাহত রেখেছে। লাফিয়ে বাড়ছে উপার্জন।
এই ছবিতে রণবীর অনবদ্য অভিনয় করেছেন বলে জানা যাচ্ছে। সিনেপ্রেমীরা বলছেন, শেষবার ‘পদ্মাবত’-এ খিলজির চরিত্রে এহেন অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন রণবীর। পাশাপাশি রহমান ডাকাইতের ভূমিকায় ততোধিক যোগ্য সারথির মতো সমান্তরালে গল্প টেনে নিয়ে গিয়েছেন অক্ষয় খান্না। স্বল্প পরিসরে আইএসআই মেজর ইকবালের ভূমিকায় ‘রোমহর্ষক’ অর্জুন রামপাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছায়া রয়েছে কে আর মাধবনের চরিত্রটিতে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্তও। এতজন নামী অভিনেতার সমাবেশই ছবিটি সম্পর্কে দর্শকের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ট্রেলার ও টিজারের ভালো প্রতিক্রিয়া। যার ফলে 'ওপেনিং' বেশ ভালো হয়েছিল। এবার ছবিটি সম্পর্কে দর্শকের উচ্ছ্বাস বাড়িয়ে চলেছে বক্স অফিস।
