বৃষ্টি ভাণ্ডারি: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে (KIFF 2025) সিনেমার পীঠস্থান নন্দনে হঠাৎই দোলের শুভেচ্ছা জানাতে দেখা গেল এক ব্যক্তিকে। বিষয়টা ঠিক কী? দেখা গেল ছবির উৎসবে নিজের ছবির প্রচার নিজেই চালাচ্ছেন মুম্বইয়ের পরিচালক তন্ময় সিং। আসলে একটা ছবির প্রচারমূলক অনুষ্ঠানের থেকেও 'মাউথ পাবলিসিটি'ই যে বেশি গুরুত্বপূর্ণ তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল।
ছবির প্রচার সারতে গিয়ে হঠাৎ নন্দন প্রাঙ্গনে ভিড় জমানো প্রতিটি মানুষকে 'হ্যাপি হোলি' বলতে দেখা যায় পরিচালককে। শুধু তাই নয়, প্রত্যেকের হাতে একটা করে আবিরের প্যাকেট দিয়ে বলতে শোনা যায়, 'আমার ছবি দেখতে আসবেন।' বিষয়টা ঠিক কী? এর নেপথ্যে কোন কারণ? সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়ে জানালেন পরিচালক নিজেই। পরিচালক বলেন, "আসলে আমার স্বল্প দৈর্ঘ্যের ছবি 'হ্যাপি হোলি'। তাই এমন অভিনব প্রচারপদ্ধতি অবলম্বন করেছি। আমি মুম্বইয়ের বাসিন্দা। কলকাতায় কাউকে চিনি না। তাই ছবির প্রচার সারার জন্য এমন পন্থা অবলম্বন করেছি। বৃহস্পতিবার আমার ছবি প্রদর্শিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।"
ছবির এমন নামকরণের কী কারণ জানতে চাইলে পরিচালক তন্ময় সিং বলেন, "আমি বরাবর দেখে এসেছি রঙের উৎসবকে ঘিরে নাচ-গান ছাড়া সেরকম কিছু হয়নি। এই উৎসবকে ঘিরে আরও অনেক কিছুই রয়েছে। সেগুলো পর্দায় কখনও তুলে ধরা হয় না। আমি সেরকমই একটা গল্প বলার চেষ্টা করেছি আমার ছবিতে। এখানে একটি মেয়েই প্রধান চরিত্র। সে কখনও হোলি উদযাপন করে না। সেরকমই একটা হোলি তার জীবনে কতটা কী পরিবর্তন আনে তা ঘিরেই এই ছবি।
