দিশা পাটানি ও পাঞ্জাবী গায়ক তালবিন্দর সিং সিধুর (Disha Patani-Talwinder Singh Sidhu) প্রেম চর্চা এখন সর্বত্র। কৃতীর বোনের বিয়ের আসর থেকেই তাঁদের নিয়ে শুরু হয় জোর গুঞ্জন। যদিও তাঁদের ঘিরে এই যে প্রেমের গুঞ্জন তা নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি এখনও। কিন্তু হাতে গরম মুচমুচে গসিপ পেলে তা কে ছাড়ে? সেই ঘটনাই ঘটেছে দিশার ক্ষেত্রেও। এহেন দিশার আলোচিত প্রেমিক তালবিন্দরের মোট সম্পত্তির পরিমাণ কত? শুধু তাই নয়, সম্পত্তির নিরিখে তিনি দিশার থেকে ঠিক কতটা পিছিয়ে, জানেন?
শোনা যাচ্ছে, তালবিন্দরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। পাঞ্জাবী গান তাঁর হাত ধরে অন্য মাত্রা পায়। আর ঠিক সেভাবেই শিল্পীর ‘খয়াল’, ‘নাশা’, ‘উইশেস’জনপ্রিয় গান গুলিও শ্রোতারা সমানভাবে গ্রহণ করেছে। সেই গান পিছু মোটা অঙ্কের পারিশ্রমিক নেন তালবিন্দর। একইসঙ্গে রয়েছে দেশ বিদেশের একাধিক শো। যেখান থেকে পাঞ্জাবী গায়ক তালবিন্দর মোটা টাকা আয় করেন। তবে দিশার সম্পত্তির পরিমাণের দিকে চোখ রাখলে রীতিমতো চক্ষুচড়কগাছ হবে। তালবিন্দরকে সম্পত্তির নিরিখে দিশার রীতিমতো পিছন্দে ফেলবেন। অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা। প্রতিটি ছবি পিছু কমপক্ষে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী। এরসঙ্গে রয়েছে বিভিন্ন নামী বিপণীর প্রচার। যার জন্য দিশা নেন প্রায় দেড় থেকে দু'কোটি টাকা। এছাড়াও মুম্বইয়ের বুকে রয়েছে দিশার দু'টি বাড়ি। সেগুলির দামও কম করে পাঁচ থেকে ছয় কোটি টাক। রয়েছে মার্সিডিজ, রেঞ্জ রোভার ও অডির মতো গাড়িও। কাজেই সম্পত্তির নিরিখে চর্চিত প্রেমিক তালবিন্দরের থেকে যে দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দিশা সে কথা বলাই বাহুল্য।
ছবি: সোশাল মিডিয়া
কৃতী স্যাননের বোন নুপূরের বিয়ের আসর থেকেই দিশা-তালবিন্দরের প্রেমের জল্পনার সূত্রপাত। জল্পনা উসকে দেয় দিশার ‘বেস্ট ফ্রেন্ড’ মৌনী রায়ের সঙ্গে তালবিন্দরের এক ভিডিও। যেখানে দেখা যায়, পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে পাঞ্জাবি গায়ককে বাঁচাতে প্রাণপণ ছুটছেন মৌনী! এমনকী নুপূর স্যাননের বিয়ের ককটেল পার্টিতেও মৌনীর স্বামী সূরয নাম্বিয়ারের সঙ্গে খোশগল্প করতে দেখা গিয়েছে দিশা-তালবিন্দরকে। আর সেসব ফ্রেমবন্দি মুহূর্ত নিয়েই এখন বিটাউনে চর্চার অন্ত নেই।
