shono
Advertisement
Kriti Sanon

'ছোট্ট মেয়েটার বিয়ে হয়ে গেল...', বোনের বিয়ের পর আবেগতাড়িত কৃতী

Nupur’s Wedding: ছোট বোনের সঙ্গে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আদুরে বার্তা দিলেন অভিনেত্রী। জীবনের নতুন ইনিংস শুরু করার পর বোনের উদ্দেশ্যে ওই পোস্টে কী লিখলেন কৃতী?
Published By: Arani BhattacharyaPosted: 05:28 PM Jan 15, 2026Updated: 06:28 PM Jan 15, 2026

ভালোবাসার মানুষের সঙ্গে চারহাত এক হয়েছে বোনের। বিয়ের অনুষ্ঠানের প্রথম থেকে শেষ অবধি চুটিয়ে আনন্দ করেছেন অভিনেত্রী কৃতি স্যানন। কিন্তু বিয়ের অনুষ্ঠানের সেই আনন্দের মাঝেই এবার মনখারাপের পালা। কারণ সেই একই, বিয়ের পর এবার নতুন সংসারের নতুন সদস্য হয়ে পাড়ি দেবে কৃতীর আদরের ছোট বোন নূপুর স্যানন। আর তা নিয়েই কৃতী খানিক আবেগতাড়িত। ছোট বোনের সঙ্গে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আদুরে বার্তা দিলেন অভিনেত্রী। জীবনের নতুন ইনিংস শুরু করার পর বোনের উদ্দেশ্যে ওই পোস্টে কী লিখলেন কৃতী?

Advertisement

নূপুর ও স্টেবিনের সঙ্গে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে কৃতী লেখেন, "আমার ঠিক এই মুহূর্তে কী অনুভূতি তা বলতে গেলে শব্দও বোধহয় কম পড়বে। এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার ছোট্ট বোনটার বিয়ে হয়ে গেল। আমার তখন মাত্র পাঁচ বছর বয়স, সেই প্রথমবার ছোট্ট বোনটাকে কোলে নেওয়া থেকে আজ ওর বিয়ের সমস্ত আচার অনুষ্ঠানে দায়িত্ব নেওয়া, কনের সাজে ছোট্ট বোনটাকে দেখা এ যেন আমার কাছে এক অন্য অনুভূতি। তোমাকে এভাবে দেখে আমি যে কি আনন্দ পাচ্ছি তা বলে বোঝাতে পারব না। একজন খুব ভালো মানুষের সঙ্গে তুমি তোমার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছ। আমরা সবাই তোতোমার জন্য এরকমটাই চেয়েছিলাম।"

এখানেই শেষ নয়, স্টেবিনের উদ্দেশ্যে কৃতী লেখেন, "স্টেবিন গুত পাঁচ বছর ধরে তুমি আমাদের পরিবারের সদস্য। প্রতিটা বছরের সঙ্গে এই বন্ধন আমাদের আরও মজবুত হয়েছে। আমি একজন খুব ভালো বন্ধু ও ভাইকে পেলাম। যে সারা জীবন আমার পাশে সব পরিস্থিতিতে থাকবে। তোমাদের দু'জনকে এভাবে দেখে খুব ভালো লাগছে। এটা একটা খুবই দামি মুহূর্ত হয়ে থাকবে। তোমাদের দু'জনকেই নতুন দাম্পত্য জীবনের অনেক শুভেচ্ছা। নূপুর আমার জীবন আর আমি জানি তোমার কাছেও ও সেটাই। বোনকে আমি কখনও আমার কাছ থেকে দূরে যেতে দিতে চাই না তাই স্যানন পরিবারে তোমাকে স্বাগত।" ১১ জানুয়ারি উদয়পুরে বসে স্টেবিন-নূপুরের বিয়ের আসর। ১৩ জানুয়ারি মুম্বইতে রিসেপশন পার্টির আয়োজন করেন নবদম্পতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement