shono
Advertisement

Breaking News

Drishyam 3

'২ অক্টোবর কো ক্যায়া হুয়া থা?', বিজয় সালাগাঁওকার ফিরছেন 'দৃশ্যম ৩' নিয়ে, কবে শুরু শুটিং?

'দৃশ্যম-৩' এর বড়সড় আপডেট দিল ছবির টিম।
Published By: Arani BhattacharyaPosted: 08:04 PM Jun 21, 2025Updated: 08:05 PM Jun 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: '২ অক্টোবর কো ক্যায়া হুয়া থা?' সিনেপ্রেমীদের কাছে এই সংলাপ অচেনা নয়। খুব তাড়াতাড়ি বড়পর্দায় ফিরবে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। উল্লেখ্য, অজয় দেবগণের ফিল্মি কেরিয়ারে অন্যতম চরিত্রগুলির মধ্যে একটি হল বিজয় সালাগাঁওকার চরিত্রটি। এবার 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি 'দৃশ্যম-৩' এর বড়সড় আপডেট দিল ছবির টিম। কবে আসবে এই ছবি কবেই বা শুরু হবে শুটিং এসব নিয়ে বহুদিন ধরেই দর্শকের মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। এবার বোধহয় সেসব প্রশ্নের উত্তর মিলতে চলেছে।

Advertisement

২ অক্টোবর তারিখকে গুরুত্ব দেওয়া হয়েছে বরাবর ছবি মুক্তি থেকে ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে। তাহলে কি সেই দিনেই নতুন ছবির যাত্রা শুরু হবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, জানা যাচ্ছে সেই চিরাচরিত নিয়ম মেনে আগামী ২ অক্টোবরেই নাকি শুরু হবে এই ছবির শুটিং। শুটিং হবে মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। শোনা যাচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির শুটিং হবে প্রায় তিন মাস ধরে। লম্বা শিডিউলে চলবে ছবির শুটিং। 

তবে শুধু ছবির শুটিংয়ের ক্ষেত্রেই নয় ছবি মুক্তির ক্ষেত্রেও কিন্তু সেই ২ অক্টোবর তারিখকেই বরাবরের মতো প্রাধান্য দেওয়া হয়েছে। আর তাই সেই ধারাবাহিকতা বজায় রেখেই আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২ অক্টোবর মুক্তি পাবে অজয় দেবগণের এই ছবি। অজয় দেবগণ ছাড়াও ছবিতে থাকবেন শ্রিয়া শরণ, ইশিতা দত্ত, তব্বু, রজত কাপুর প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কবে আসবে এই ছবি কবেই বা শুরু হবে শুটিং এসব নিয়ে বহুদিন ধরেই দর্শকের মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে।
  • চিরাচরিত নিয়ম মেনে আগামী ২ অক্টোবরেই নাকি শুরু হবে এই ছবির শুটিং।
  • শুটিং হবে মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। শোনা যাচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবির শুটিং হবে প্রায় তিন মাস ধরে।
Advertisement