সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য 'চাঁদমামা'কে নিয়ে এসে ইদের উপহার দিয়েছেন নুসরত জাহান। শাকিব খানের সঙ্গে তাঁর মাখোমাখো রোম্যান্টিক 'ইদি'তে মজে দুই বাংলার অনুরাগীমহল। অন্যদিকে যশ-নুসরত বর্তমানে 'আড়ি' নিয়ে ব্যস্ত। এমন আবহেই সোমবার দরগায় যাওয়ার ছবি পোস্ট করে ইদ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার তারকাযুগল। যদিও একফ্রেমে ধরা দেননি তাঁরা, তবে যশ-নুসরতের ইদের ছবি ঘিরে সরগরম নেটপাড়া। কেউ শুভেচ্ছা জানালেন, আবার কেউ বা অভিনেতাকে 'ধর্মাচরণের' কথা মনে করিয়ে দিলেন।

সোমবার সোশাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন যশ। যেখানে অভিনেতাকে কালো জোব্বা 'জিলবাব' পরনে দেখা গেল। মাথায় বাঁধা সৌদি-আরব স্টাইলে বান্দানা। চোখে রোদচশমা। দরগা চত্বরে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন যশ। এমন ছবি পোস্ট করতেই নেটপাড়ার একাংশ অভিনেতার কমেন্ট বক্সে 'জয় শ্রীরাম' ধ্বনি তুলেছেন। কেউ বা আবার লিখেছেন, 'এভাবেই নিজের ধর্মের বিনাশ করে এঁরা। কেউ আবার পালটা ইদের শুভেচ্ছা জানিয়েছেন যশকে। অন্যদিকে ওই একই দরগায় ছবি তুলে পোস্ট করেছেন নুসরত জাহানও। পরনে তাঁর নীল ঢিলেঢালা কোট। যার পোশাকি নাম 'খিমার'। নেটপাড়ার একাংশ ইদের শুভেচ্ছা জানানোর জন্য যশকে কটাক্ষ করলেও টলিউড সুন্দরীর পোস্টে অঢেল ভালোবাসা জানিয়েছেন। শুভেচ্ছা উড়ে এসেছে বাংলাদেশ থেকেও।
সূত্রের খবর, চলতি বছর ইদ উদযাপনের জন্য সৌদি-আরবের কোনও এক দরগায় গিয়েছেন যশ-নুসরত। সেখান থেকেই ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন তারকাযুগল। প্রতিবছর ইদে বিশেষ পরিকল্পনা থাকে নুসরত জাহানের। পরিবারের সকলের সঙ্গে উদযাপন করেন। এলাহি খানাপিনার আয়োজনও থাকেন। নিজে হাতে বিরিয়ানি তৈরি করেন নুসরত। চাঁদনি রাতে মেহেন্দিতে হাত সাজান। তবে এবার সম্ভবত বাইরে গিয়ে একেবারে ভিন্নভাবে ইদ পালন করলেন যশের সঙ্গে।