shono
Advertisement
Anirban Chakrabarti

'একেনবাবু'র গাড়িতে বাসের ধাক্কা, দুর্ঘটনার কবলে অনির্বাণ চক্রবর্তী

এফআইআর দায়ের করেছেন অভিনেতা।
Published By: Sandipta BhanjaPosted: 11:57 AM Dec 06, 2025Updated: 12:36 PM Dec 06, 2025

শম্পালী মৌলিক: দুর্ঘটনার সম্মুখীন 'একেনবাবু' অনির্বাণ চক্রবর্তী। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। টালিগঞ্জ থেকে চারুমার্কেটের দিকে যাওয়ার পথে অভিনেতার গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি বাস। ঘটনার জেরে অনির্বাণের গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে যায়। তৎক্ষণাৎ প্রত্যক্ষদর্শীরা এগিয়ে আসেন। ঘটনাস্থল থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন অভিনেতা। জানা যাচ্ছে, আচমকা একটি গাড়ি অনির্বাণের গাড়ির সামনে চলে এসেছিল, তাকে বাঁচাতে ব্রেক কষেন অনির্বাণের চালক, তখনই পিছন থেকে ধাক্কা মারে ওই বাস। কেমন আছেন অনির্বাণ? জানতে সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে।

Advertisement

অনির্বাণ জানিয়েছেন, "আমার গাড়ি তখন টালিগঞ্জ রেল ব্রিজের নিচে। তখনই একটি বাস এসে আমার গাড়ির পিছনে ধাক্কা মারে। গাড়ির পিছন দিকটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরপর আমি গাড়ি থেকে নেমে দাঁড়াই। ওই গাড়ির চালক তখন আমায় বলেন, আপনার গাড়ি দাঁড়িয়ে গিয়েছে, এইটুকুই তো ক্ষতি হয়েছে, আরও বড় কিছু হতে পারত। পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই আমি দৃঢ কণ্ঠে এর প্রতিবাদ করি। ঘটনাস্থল থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। প্রথমে টালিগঞ্জ থানার পুলিশ এসে ওই গাড়িটিকে আটকায়।"

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় নাম অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তাঁর অভিনীত 'একেনবাবু' আট থেকে আশির কাছে বেজায় প্রিয়। অভিনেতার সঙ্গে এহেন অনভিপ্রেত ঘটনা ঘটায় রাস্তাতেও ভিড় জমে যায় স্থানীয়দের। অভিনেতা জানালেন, "আসলে ঘটনা ঘটেছে টালিগঞ্জ আর চারুমার্কেটের মাঝামাঝি। তবে ঘটনাস্থল ব্রিজের ওপাশে হওয়ায় টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা আমায় চারুমার্কেট থানায় নিয়ে যান। সেখানে এফআইআর দায়ের হল। এখন আমার গাড়িও ওখানে রয়েছে। আর বাসটিকে নিয়ে আসা হচ্ছে থানায়। তবে একটা কথা বলতে চাই, পুলিশের তরফে খুব সাহায্য পেয়েছি। সেখানকার স্থানীয়রাও সাহায্য করেছেন আমাকে।" দুর্ঘটনার জেরে কোনও চোট পেয়েছেন? অনির্বাণ জানালেন, "আমি ঠিক আছি।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুর্ঘটনার কবলে 'একেনবাবু' অনির্বাণ চক্রবর্তী। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে।
  • টালিগঞ্জ থেকে চারুমার্কেটের দিকে যাওয়ার পথে অভিনেতার গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি বাস।
  • এফআইআর দায়ের করেছেন অনির্বাণ চক্রবর্তী।
Advertisement