shono
Advertisement
Ranveer Singh

'সকলকে আগলে রেখেছিলে...', জুটি বেঁধেই 'ধুরন্ধর' রণবীরে মুগ্ধ সারা লিখলেন আবেগঘন পোস্ট

অভিনেতা রণবীর সিংয়ের মধ্যে 'খাঁটি মানুষ' খুঁজে পেলেন সারা অর্জুন!
Published By: Sucheta SenguptaPosted: 10:05 AM Dec 09, 2025Updated: 10:11 AM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'প্রথম প্রেমে'র মতোই পর্দার প্রথম নায়ক বা নায়িকারাও গুরুত্বপূর্ণ সেলেব-জীবনে। ক্যামেরার সামনে যাঁর সঙ্গে রোমান্স করে কেরিয়ার শুরু হল, তিনি তো বিশেষ বটেই! আর বড়পর্দায় জুটি বেঁধেই 'ধুরন্ধর' নায়ক রণবীর সিংয়ে একেবারে মুগ্ধ হয়ে গেলেন নায়িকা সারা অর্জুন। ছবি মুক্তির পর দর্শকমহল, বক্স অফিসে আলোড়ন দেখে সারা আর নিজের মনের কথা গোপনে রাখলেন না। ইনস্টাগ্রামে রণবীরকে নিয়ে দীর্ঘ এক আবেগঘন পোস্ট করলেন। শুধু অভিনেতা হিসেবে নয়, রণবীরের মধ্যে তিনি একজন 'খাঁটি মানুষ'কে দেখতে পেয়েছেন যে!

Advertisement

'ধুরন্ধর' সিনেমায় রণবীর-সারার প্রেম। ছবি: ইনস্টাগ্রাম।

'ডিয়ারেস্ট রণবীর' - এই সম্বোধনে পোস্টটি লেখা শুরু করেছেন সারা অর্জুন। ছত্রে ছত্রে তার শুধুই রণবীরের প্রতি মুগ্ধতা। সারা লিখেছেন, 'তোমাকে নিয়ে যা বলব, যত বলব, কিছুতেই তোমার সবটা প্রকাশ করা সম্ভব নয়। তবু লিখছি... সবাই বলে, আসল অভিনেতারা নাকি সুপারহিউম্যান। তুমি একদম তেমন একজন মানুষ।'

'ধুরন্ধর' সিনেমায় রণবীর সিংয়ের এই লুক মুগ্ধ করেছে দর্শকদের। ফাইল ছবি।

আসলে, সেটেই একজন অভিনেতার সহ-অভিনেতাদের 'কেমিস্ট্রি'র উপর হয়তো অনেকটাই নির্ভর করে স্ক্রিনে তাঁদের রসায়ন কতটা জমাটি হবে। রণবীর-সারাদের 'ধুরন্ধর' হয়তো তেমনই একটা সিনেমা। সারার পোস্ট অনুযায়ী, কাজে 'সিনিয়রিটি' দিয়ে রণবীর নেতৃতেব দেন না, সব কাজে তাঁর একনিষ্ঠ মনোযোগই সবচেয়ে বড় সম্পদ। তিনি লিখেছেন, ''চারপাশের মানুষদের স্বাচ্ছন্দ্যই তোমার কাছে সবচেয়ে প্রাধান্য পেয়েছে। তুমি এমন একজন মানুষ, অন্যের খুশিতে যাঁকে আমি আনন্দ পেতে দেখেছি। তুমি আমার জন্য কী করেছ, কতটা করেছ, সেটা স্রেফ আমিই জানি।''

'ধুরন্ধর' আগমনেই বক্স অফিস চনমন করে উঠেছে। সপ্তাহান্তে ১০০ কোটি পেরিয়েছে ব্যবসা। সেইসঙ্গে দর্শকদের আগ্রহ, উন্মাদনাও এই সিনেমার প্রাপ্তি। এসব দেখে আপ্লুত ছবির নায়িকা সারা অর্জুন। বড়পর্দায় 'ধুরন্ধর' তাঁর প্রথম কাজ। ছবির এই সাফল্যের সমস্ত কৃতিত্ব দিয়েছেন নায়ক রণবীর সিংকে। পোস্টে সারা লিখেছেন, ''তুমি নিজেকে ঢেলে দিয়েছিলেন। প্রতিটি দৃশ্যায়নে তোমার নিবিড় আবেগ, পরিশ্রমের প্রকাশ। তোমার সহ-অভিনেতাদেরও নিজের কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছ যে তুমি ঠিক কী পারো।' পোস্টে রণবীরকে 'মেরে শের' বলেও উল্লেখ করতে ছাড়েননি সারা। বক্স অফিসে 'ধুরন্ধর' ঝড় কোথায় গিয়ে থামবে, তা জানা নেই। তবে প্রথম নায়ক হিসেবে রণবীর যে সারার মনে বেশ ঝড় তুলেছেন, তা বোঝাই যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রণবীরে মুগ্ধ 'ধুরন্ধর' নায়িকা সারা অর্জুন।
  • দীর্ঘ পোস্টে নিজের আবেগের বহিঃপ্রকাশ ঘটালেন।
Advertisement