shono
Advertisement
Tollywood

পয়লা মে টলিউডে মেগা মিটিং, পরমব্রত-অনির্বাণকে কেন্দ্র করে বিস্ফোরণ হতে পারে স্টুডিওপাড়ায়!

বৃহস্পতিবার ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের দুটো মিটিং ঘিরে সরগরম টলিপাড়া।
Published By: Sandipta BhanjaPosted: 10:27 AM May 01, 2025Updated: 10:34 AM May 01, 2025

বিশেষ সংবাদদাতা: ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়! গতবছর থেকেই একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে বিরাজ করেছে। সাম্প্রতিক অতীতেও দু’পক্ষর লড়াইয়ে বারবার জট বেঁধেছে টলি পাড়ায়। মূলত 'অসহযোগিতা'র অভিযোগ উঠেছে দু' তরফেই। শ্রমিক দিবসের কথা মাথায় রেখে, আগেই পয়লা মে মেগা মিটিংয়ের ডাক দিয়েছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। এইদিনই আবার আর্টিস্ট ফোরামের মিটিংও রয়েছে। সবমিলিয়ে বৃহস্পতিবার ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের দুটো মিটিং ঘিরে সরগরম টলিপাড়া।

Advertisement

এই দুটো বৈঠকের দিকেই পরিচালক, কলাকুশলীরা তাকিয়ে রয়েছেন। টেকনিশিয়ানদের মিটিং শুরু সাড়ে ১২টায়। পাশাপাশি রয়েছে আর্টিস্ট ফোরামের বৈঠকও। আশঙ্কা করা হচ্ছে, সেই মিটিংয়েই অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়-সহ ক'জন পরিচালকদের বিরুদ্ধে মারাত্মক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, অনির্বাণ যেমন অভিনেতা-পরিচালক, পরমব্রত তেমন অভিনেতা-পরিচালকের পাশপাশি প্রযোজকও। ফলে দু' জনেই যেহেতু অভিনেতা, তাই সকলের নজর রয়েছে আর্টিস্ট ফোরামের মিটিংয়ের সিদ্ধান্তের দিকেও।

প্রসঙ্গত দিন কয়েক আগে, ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদেষ্ণা রায় শুটিং শুরু করতে গিয়ে মারাত্মক অসহযোগিতার মুখে পড়েন। তার সঙ্গে কোনও কলাকুশলীই কাজ করতে রাজি হয় না বলে অভিযোগ। এবার কি সেই আশঙ্কাই করছেন অনির্বাণ-পরমব্রতরা? বুধবার এক ভিডিও বার্তা প্রকাশ্যে আসায়, সেরকমই কানাঘুষো টলিউডের অন্দরে। উপরন্তু ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আদালতে যে মামলা করা হয়েছে তাতে দুই তারকা অগ্রণী ভূমিকা নিয়েছেন। পয়লা মে টেকনিশিয়ানসদের মিটিংয়ে তাঁদের বিরুদ্ধে কলাকুশলীরা যাতে একজোট না হন, তার জন্য বুধবার এক ভিডিও বার্তায় কলাকুশলী ভাইবোনদের উদ্দেশে বার্তা দিয়েছেন সুদেষ্ণা, পরমব্রত, অনির্বাণ-সহ আরও বেশ ক' জন পরিচালক। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এখনও পর্যন্ত যা মনোভাব, অন্যান্য তারকা পরিচালকরা পুরনো ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনে ফিরে গেলেও অনির্বাণ-পরমব্রতরা রয়ে গিয়েছেন নতুন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনেই। গতবছর ধরে যে সংগঠনের সঙ্গে ফেডারেশনের একাধিকবার মতবিরোধ হয়েছে। একটা সময়ে সুদেষ্ণা রায় ফেডারেশনের ঘনিষ্ঠ হলেও বর্তমান পরিস্থিতিতে তাঁর অবস্থান বিপরীত দিকেই পরিলক্ষিত হয়েছে। ফলে সবমিলিয়ে টলিপাড়ায় মারাত্মক জট! অতঃপর স্টুডিওপাড়ার সকলের নজর যে বৃহস্পতিবারের এই মেগা মিটিংয়ের দিকে, তা বলাই বাহুল্য। কী সিদ্ধান্ত নেওয়া হবে? কৌতূহলে সরগরম টালিগঞ্জ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের দুটো মিটিং ঘিরে সরগরম টলিপাড়া।
  • আশঙ্কা করা হচ্ছে, সেই মিটিংয়েই অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়-সহ এরকম ক'জন পরিচালকদের বিরুদ্ধে মারাত্মক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Advertisement