সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্থা রুথ প্রভু সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর তা দেখেই তাঁর অনুরাগী মহলে ঝড় উঠেছে। সেখানে যেমন তাঁর নতুন কাজের খবর রয়েছে তেমনই আরও একটি বিষয় অনুরাগীদের নজরবন্দি হয়েছে।
'রেয়ার নাইট আউট' ক্যাপশনে সামান্থা যে ছবি দিয়েছেন সেখানে তাঁর হাতের ট্যাটুটির দেখা মেলেনি। একসময় নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে থাকাকালীন এই ট্যাটু করিয়েছিলেন সামান্থা। অবশ্যই নাগার হাতের ট্যাটুর সঙ্গে মিলিয়ে নিজের হাতে ট্যাটুটি আঁকিয়েছিলেন অভিনেত্রী। দু'জনের সম্পর্ক শেষ হওয়ার পরও সামান্থার হাতে সেই ট্যাটু ছিল। এই নিয়ে একাধিকবার ট্রোলের সম্মুখীন হন অভিনেত্রী। সাম্প্রতিক ছবিতে সামান্থার হাতে সেই ট্যাটু না দেখে তাঁর ফ্যানেদের অনুমান, অভিনেত্রী অবশেষে নাগার ট্যাটুর অনুকরণে বানানো ট্যাটুটি মুছে ফেলেছেন।
আর এই কারণেই উচ্ছ্বসিত তাঁর ফ্যান ফলোয়ার্সরা। নায়িকার ছবি দেখে তাঁকে অভিনন্দনে ভরিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, "এবার নিজস্বতা তৈরি করুন।" আবার কারও বক্তব্য, "শুভ মুক্তি"। অনেকেই বলেছেন, "এবার তিনি তাঁর সুখের হদিশ পাবেন।" এক অনুরাগী বলেছেন, "অবশেষে! এবার দু'জনেই শান্তিতে থাকবেন।" অন্য এক অনুরাগী আবার সামান্থাকে পরামর্শ দিয়ে লিখেছেন, "আর কখনও নিজের সঙ্গীর নাম ট্যাটু করাবেন না।" এভাবেই ফ্যানেরা তাঁর প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন।