সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই মুক্তি পেয়েছে 'নাদানিয়া'। আর ছবি মুক্তির পর থেকেই লাগাতার বিতর্কের মুখে ইব্রাহিম আলি খান এবং খুশি কাপুর। পাকিস্তানি নিন্দুকদের সমালোচনায় যেন বিপর্যস্ত তাঁরা। এই পরিস্থিতিতে নাম না করে নবাগতদের পাশে দাঁড়ালেন সোনু সুদ।
X হ্যান্ডেলে তিনি লেখেন, "শুরু থেকেই কেউ নিখুঁত হয় না। অভিজ্ঞতাই মানুষকে শেখায়। কয়েকজনই মাত্র দ্বিতীয় সুযোগ পায়। যেকোনও ক্ষেত্রেই ভালো বা খারাপ পারফর্ম্যান্সের ক্ষেত্রে দায়িত্ব সকলকে নিতে হয়। প্রত্যেক টেকনিশিয়ানও তাতে যুক্ত। আমরা সকলেই প্রতিদিন শিখছি। আসুন আমরা তাঁদের সমর্থ করি। উৎসাহ দিই।" সোনু সদ অবশ্য তাঁর পোস্টে কোথাও সইফপুত্র ইব্রাহিম কিংবা শ্রীদেবীকন্যা খুশির নাম উল্লেখ করেননি। তবে নেটিজেনরা মনে করছেন, সোনু সুদ নবাগত তারকাদেরই পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, সদ্য ‘নাদানিয়া’ সিনেমার সুবাদে বলিউডে অভিষেক ঘটেছে নবাবপুত্রের। দর্শক, সিনেসমালোচকদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা। ‘ডেবিউ’ ছবিতে ইব্রাহিম আলি খানের অভিনয় যে আতসকাচের তলায় থাকবে, সেটাই স্বাভাবিক। একাংশের কাছে প্রশংসা কুড়োলেও, অনেকে আবার সইফপুত্রের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন ছুড়েছেন! সেই আবহেই এক পাকিস্তানি সিনে সমালোচক কড়া ভাষায় ইব্রাহিমের নিন্দে করেছিলেন। শুধু তাঁর অভিনয় দক্ষতা নিয়েই প্রশ্ন তোলেননি, এমনকী নাকের গড়ন নিয়েও খোঁচা দিয়েছেন। যা নজরে আসতেই পালটা কথা শোনাতে পিছপা হননি নবাবপুত্র। "মুখের মানচিত্র বদলে" দেওয়ার হুমকিও দেন তিনি।