shono
Advertisement
Govinda

উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গোবিন্দা! কী প্রার্থনা করলেন অভিনেতা?

কিছুদিন আগেই গোবিন্দা-সুনীতার দাম্পত্য সংবাদের শিরোনামে উঠে এসেছিল।
Published By: Manasi NathPosted: 02:11 PM Mar 30, 2025Updated: 02:11 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই গোবিন্দা-সুনীতার দাম্পত্যের ফাটল নিয়ে গুঞ্জন খবরের শিরোনামে উঠে এসেছিল। কিন্তু সেই সমস্ত জল্পনার ইতি ঘটিয়েছেন গোবিন্দার স্ত্রী নিজেই। সব ঝামেলা মিটে যাওয়ার পর এবার পুজো দিতে গোবিন্দা পৌঁছে গিয়েছিলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। স্বভাবতই কৌতূহলী নেটপাড়া- কী প্রার্থনা করলেন বলি অভিনেতা?

Advertisement

প্রসঙ্গত, শোনা গিয়েছিল দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি এবার পাকাপাকিভাবে ছেদ পড়তে চলেছে। বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন গোবিন্দা-সুনীতা আহুজা। এই জল্পনায় তোলপাড় ছিল বলিউড। গোবিন্দা-সুনীতার অভিযোগ পালটা অভিযোগে সরগরম ছিল টিনসেল টাউন। তবে ইদানীং তাঁদের মধ্যে সব সমস্যা মিটে গিয়েছে। এই মর্মে গোবিন্দার আইনজীবী সংবাদমাধ্যমকে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, "নববর্ষে আমরা একসঙ্গে নেপালের পশুপতি মন্দিরে গিয়েছিলাম। এখন গোবিন্দা-সুনীতার মধ্যে সবকিছু ঠিক আছে। আশা করছি তাঁরা এভাবেই সবসময় একসঙ্গে থাকবেন।" 

শনিবার অভিনেতার মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। মন্দির প্রাঙ্গনে অভিনেতার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রীতিমতো সব আচার-অনুষ্ঠান পালন করেই অভিনেতাকে পুজো দিতে দেখা গিয়েছে। মন্দিরের নন্দী মূর্তিতে জল ঢালতেও দেখা গিয়েছে অভিনেতাকে। এমনকী মন্দিরের পুরোহিত ভক্তদের সঙ্গে আড্ডা দিতেও দেখা গেছে অভিনেতাকে। বলা যায় এদিন বেশ খোশ মেজাজেই ছিলেন বলিউডের রাজাবাবু। তবে তাঁর সঙ্গে সুনীতাকে অবশ্য দেখা যায়নি মন্দিরে।

উল্লেখ্য, উজ্জয়িনীর এই মহাকালেশ্বর মন্দির শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। ভক্তদের কাছে এই মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। কিছুদিন আগে এই জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন আরেক বলিউড অভিনেতা অর্জুন রামপাল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন গোবিন্দা-সুনীতা আহুজা।
  • সব ঝামেলা মিটে যাওয়ার পর এবার পুজো দিতে গোবিন্দা পৌঁছে গিয়েছিলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে।
  • সমস্ত রীতি রেওয়াজ মেনে অভিনেতাকে পুরোহিতদের সঙ্গে পুজো দিতে দেখা গিয়েছে।
Advertisement