shono
Advertisement
Govinda

'মূর্খ নারীর জন্য গোবিন্দা সংসার ছাড়বে না', বিচ্ছেদ জল্পনায় জল ঢাললেন সুনীতা

'ভগবান ঘর ভাঙতে দেবেন না', মনে করেন সুনীতা।
Published By: Sayani SenPosted: 04:14 PM May 11, 2025Updated: 04:14 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্যের বয়স ৩৮ বছর। এত বছরের সম্পর্কেও নাকি ভাঙনের সুর। গোবিন্দা ও সুনীতাকে নিয়ে কানাঘুষো সেকথাই শোনা যাচ্ছে। বি-টাউনের ফিসফিসানিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ অভিনেতা ঘরনি। বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন তিনি।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেন গোবিন্দা ও তাঁর বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, "যাঁরা বিচ্ছেদের কথা বলছেন, তাঁদের প্রশ্ন করুন সত্যি? যদি কারও সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দার মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সকলকে প্রথম জানাব।" গোবিন্দার প্রতি এখনও সমান আত্মবিশ্বাসী সুনীতা। তিনি বলেন, "আমি মনে করি না গোবিন্দা আমাকে কিংবা আমি ওকে ছাড়া বাঁচতে পারব। গোবিন্দা কোনও মূর্খ ব্যক্তি বা নারীর জন্য সংসার ছাড়বেন না। আমি ভগবানে বিশ্বাসী। তিনি কোনওদিন আমার ঘর ভাঙতে দেবেন না।"

প্রসঙ্গত, ১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা। পরের বছরই ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্ম হয়। পরে তাঁদের সংসারে ছেলে যশবর্ধন আসে। সুনীতা মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় সুখী পরিবারের ছবি পোস্ট করেন। তবে মাস ছয়েক আগে গোবিন্দার পায়ে যখন গুলি লাগে, ঠিক তার আগেই নাকি সুনীতা আহুজা নিজে ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন। তবে তাঁদের আইনজীবী ললিত বিন্দাল অবশ্য তাঁদের নিয়ে আত্মবিশ্বাসী। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’-এর দীর্ঘদিনের পারিবারিক বন্ধুও তিনি। ললিত সম্প্রতি এক বলিউড সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেন যে, “মাস ছয়েক আগেই সুনীতা এবং গোবিন্দা ডিভোর্স মামলা দায়ের করেছেন। তবে ওঁদের সম্পর্ক এখনও অটুট। আর ওঁরা একসঙ্গেই আজীবন থাকবেন।” সুনীতার গলাতেও বারবারই শোনা গিয়েছে বিচ্ছেদের উলটো সুর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দাম্পত্যের বয়স ৩৮ বছর। এত বছরের সম্পর্কেও নাকি ভাঙনের সুর।
  • গোবিন্দা ও সুনীতাকে নিয়ে কানাঘুষো সেকথাই শোনা যাচ্ছে।
  • বি-টাউনের ফিসফিসানিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ অভিনেতা ঘরনি। বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন তিনি।
Advertisement