shono
Advertisement

Breaking News

Hania Aamir

'ষড়যন্ত্রী' পাক সেনার বিরুদ্ধে মোদিকে নালিশ! ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুললেন হানিয়া আমির

কী জানালেন পাকিস্তানি অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 11:01 AM May 02, 2025Updated: 11:01 AM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসের পর পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম করে ভাইরাল এক বিস্ফোরক পোস্ট! যেখানে দাবি করা হয়েছে, "এই জঙ্গি হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনী দায়ী।" সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নালিশও জানান তিনি! সেই পোস্ট ভাইরাল হতেই নিজের দেশে বিপাকে পড়েন হানিয়া আমির। আদৌ কি ওই বিবৃতি তাঁর দেওয়া? লাগাতার কটাক্ষ, অভিযোগের পাহাড় জমতেই এবার 'বিতর্কিত পোস্ট' নিয়ে মুখ খুললেন পাক অভিনেত্রী।

Advertisement

হানিয়া সাফ জানালেন, ভাইরাল ওই পোস্ট সর্বৈব ভুয়ো। তাঁর নাম করে কেউ ভুয়ো খবর রটাচ্ছে। ঠিক কী লেখা ছিল ওই পোস্টে যার জন্য হানিয়া আমিরের বিরুদ্ধে ফুঁসে ওঠে পাকিস্তান? সেখানে উল্লেখ, "অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার অনুরোধ, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, ভারতীয়দের কোনও ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছেন কাশ্মীরের ঘটনার নেপথ্যে। পাক সেনাপ্রধান আসিম মুনির পহেলগাঁওয়ে এই হামলা ঘটিয়েছেন। যার জন্য পাকিস্তানের গোটা বিনোদন জগৎকে ভুগতে হচ্ছে। ভারতে পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাই যা পদক্ষেপ করার সেনার বিরুদ্ধে করুন। আমাদের ছেড়ে দিন।" এমন পোস্ট ভাইরাল হতেই দু' দেশের নেটদুনিয়া সরগরম। বিতর্কের সূত্রপাত হতেই এবার হানিয়া আমির মুখ খুললেন।

পাক অভিনেত্রীর মন্তব্য, 'সম্প্রতি, আমার নামে মিথ্যাচার করে একটি বিবৃতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যা কিনা ব্যাপকভাবে ভাইরালও হয়েছে। তবে আমি স্পষ্ট করে সকলকে বলে দিতে চাই, এই বিবৃতি আমার দেওয়া নয়। এবং এই পোস্টে যা যা লেখা, এরকম কোনও শব্দ আমি ব্যবহার করি না। এরকম মনোভাবও আমি সমর্থন করি না। এটি সম্পূর্ণ ভুয়ো। ইচ্ছাকৃতভাবে আমাকে ভুলভাবে জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে। এটা ভীষণ অস্থির সময়। জঙ্গি হামলায় নিহতদের পরিবারের কথা ভেবে সত্যিই আমার মন ভেঙে যাচ্ছে। দয়া করে এসব নিয়ে রাজনীতি করবেন না। এটা সমব্যথী হিসেবে পাশে থাকার সময়।' এরপরই হানিয়ার সংযোজন, 'উগ্রপন্থীদের কর্মকাণ্ডের জন্য একটা গোটা দেশ বা সেই ভূখণ্ডের নাগরিকদের দাগিয়ে দেওয়া যায় না। আর প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করে বিভেদের বীজ বপন করবেন না। আমি সবসময়ে ইতিবাচক মনোভাব রাখি আর পরস্পরের প্রতি শ্রদ্ধায় বিশ্বাসী।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাগাতার কটাক্ষ, অভিযোগের পাহাড় জমতেই এবার 'বিতর্কিত পোস্ট' নিয়ে মুখ খুললেন পাক অভিনেত্রী হানিয়া আমির।
  • হানিয়া সাফ জানালেন, ভাইরাল ওই পোস্ট সর্বৈব ভুয়ো। তাঁর নাম করে কেউ ভুয়ো খবর রটাচ্ছে।
  • পাক অভিনেত্রীর মন্তব্য, 'সম্প্রতি, আমার নামে মিথ্যাচার করে একটি বিবৃতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।'
Advertisement